জ্বলদর্চি

লাবনী মরে গ্যাছো /ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ১৭

লাবনী মরে গ্যাছো

ভাস্করব্রত পতি

ঠুলি পরে তাকিয়ে আছে পাড়া
শোনেনি তোমার মৃত্যুর কড়ানাড়া
'লাবনী মরে গ্যাছো?' 

কান্না ঝরে এ বঙ্গে বারোমাস
খুনীরা এখানে বীরের মতো চরে
রক্তাক্ত হয় মাঠের সবুজ ঘাস
দুই পা চেপে ধরে ---
'লাবনী মরে গ্যাছো?'

আমরা সবাই আজকে অধোগামী
মূক মুখে ভাষা হারিয়েছি আজ আমি
শুনতে পাইনা জান্তব কড়ানাড়া
'লাবনী মরে গ্যাছো?'

জ্বলদর্চি অ্যাপ ডাউনলোড করে নিন।👇



অবনী বাড়ি আছো

শক্তি চট্টোপাধ্যায়

দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া
কেবল শুনি রাতের কড়ানাড়া
‘অবনী বাড়ি আছো?’

বৃষ্টি পড়ে এখানে বারোমাস
এখানে মেঘ গাভীর মতো চরে
পরাঙ্মুখ সবুজ নালিঘাস
দুয়ার চেপে ধরে–
‘অবনী বাড়ি আছো?’

আধেকলীন হৃদয়ে দূরগামী
ব্যথার মাঝে ঘুমিয় পড়ি আমি
সহসা শুনি রাতের কড়ানাড়া
‘অবনী বাড়ি আছ?’

🍁
বাড়িতে বসেই রেজি.ডাক মাধ্যমে জ্বলদর্চির বিশেষ সংখ্যাগুলো সংগ্রহ করতে পারেন। যোগাযোগ  হোয়াটসঅ্যাপ - ৯৭৩২৫৩৪৪৮৪

Post a Comment

0 Comments