জ্বলদর্চি

তাপসকুমার দত্ত ও নারায়ণ প্রসাদ জানা-র কবিতা

তাপসকুমার দত্ত ও নারায়ণ প্রসাদ জানা-র কবিতা 

নেমে আসে প্রেম
তাপসকুমার দত্ত

মানে না সে পথে, নেমে আসে প্রেম
আধোছায়া ঘেঁটে কুয়াশার বিচ্ছুরণে
গলিপথ বেয়ে জমে ওঠে কত প্রতীক্ষার আস্তরণে
ধোঁয়াময় ক্যাফে বিষণ্ণ বিকেল লাফ দেয় উচ্ছ্বাসে
যন্ত্রণা যত ভেসে ভেসে যায় ছায়া ভাঙা ইতিহাসে  
পথ চলে পথে দাগ রেখে বুকে তোমার শূন্যতায়
অনন্ত জীবন পড়ে থাকে সব শুধু তুমি ভরা ক্যানভাস
চলে যাবে আজ তবু ক্ষণকাল মুহূর্তে দিয়েছো সাড়া
জানি খরস্রোতা হারাবে যে তুমি আলোকেই দিশেহারা 
আমার ক্ষততে  যত আছে রঙ, ভরেছি  ক্যানভাসে
দীর্ঘশ্বাসে হাসে তোমার ঠিকানা অজানার স্রোতে ভাসে

জ্বলদর্চি অ্যাপ ডাউনলোড করে নিন।👇


সৌপ্তিক

নারায়ণ প্রসাদ জানা

চেনা অচেনা আলো আঁধারের মাঝে
কত চেনা মুখ মুখোশে থাকে ঢেকে
কাছের মানুষ দূরের মনে হয়
রাঙা মদিরা তমিস্রা গাঢ় হয়।

কাকের বাসায় ঘুৎকার দেয় হানা
ন্যায় অন্যায় বোধ হারিয়ে সব
বুকের মধ্যে জেগে ওঠে জিঘাংসা
অন্ধের মত মাথা কাটি অবোধের।

ভুলের মাশুল বাড়তে থাকে যত
জীগিষা ক্রমশ ঢেউ তোলে অবিরত
নিজেই লিখি নিজের মৃত্যু পরোয়ানা
জীবন জুড়ে রাত্রিকালীন যুদ্ধ।

🍁
বাড়িতে বসেই রেজি.ডাক মাধ্যমে জ্বলদর্চির বিশেষ সংখ্যাগুলো সংগ্রহ করতে পারেন। যোগাযোগ  হোয়াটসঅ্যাপ - ৯৭৩২৫৩৪৪৮৪

Post a Comment

0 Comments