জ্বলদর্চি

আবীর ভট্টাচার্য্য ও প্রতাপ সিংহ-র কবিতা

আবীর ভট্টাচার্য্য  ও প্রতাপ সিংহ-র কবিতা 

অপত্যের প্রতি
আবীর ভট্টাচার্য্য

অপত্যের প্রতি
পূর্ণতার প্রত্যাশাকামী যে পূজাগন্ধী স্নেহ 
অভিধানে অনিকেত, তার নাম অহল্যা-বিরহ!
পূর্বাপর স্বাধিকার দায়,স্মৃতির সংবেদ;গতজন্ম কথা
থাকারও অধিক থেকে,আঁচলে জড়িয়ে তার ব্যথা
উদ্যত সর্পিনী-গ্রীবা অস্ফুরিত অহংকারে বিসর্জিত হলে
 শ্রদ্ধা-স্নেহে ডুবে যায় প্রলম্বিত নাজুক অতলে। 

বোধগম্যতারও দূরে,স্বার্থলগ্ন এ হৃদয় জাগে নিরুচ্চারে
শর্তহীন দানলিপ্সা হয় যদি প্রজ্বলিত ইচ্ছের আখরে! 
নিরলস কল্যাণের ব্রতে,দিও ধ্যান তৃপ্তি উপচারে। 
দুর্দিনের দাহ ভুলে করো যদি ক্ষত নিরাময়,
একসাথে হাঁটো অন্ধকারে,সুপ্রত্যাশী আলোর তৃষায়, 
খণ্ডজীবনটুকু জাগৃতিস্পৃহার কাছে প্রীতিভিক্ষা চায়। 

ভ্রমে-ভুলে জীবনের পথে, চলো পুত্র সহজ শপথে
আপনারে দীপ করি জ্বালো, কান্নাঘন অন্ধ তমসায়
হে সন্তান! এসো,জাগি আত্মলীন প্রজ্বলন প্রতীক্ষায়।

জ্বলদর্চি অ্যাপ ডাউনলোড করে নিন।👇


একজন লিখছে
 প্রতাপ সিংহ 

একজন আমার কথা লিখছে, ব্যথা লিখছে আমার সুখ লিখছে দুঃখ লিখছে 
হর্ষ লিখছে, বিপদ লিখছে
ফুল লিখছে, কাঁটা লিখছে
ভালো লিখছে, মন্দ লিখছে
প্রেম লিখছে, ভালবাসা লিখছে 
আমার জীবন লিখছে, মরণ লিখছে  আকাশ লিখছে, বাতাস লিখছে
লিখতে লিখতে হাঁপিয়ে উঠছে
লেখায় ভরে গেল জীবনের খেলাঘর 
তবু লিখছে একজন কেউ,
 তাকে আমি চিনি না!

🍁
বাড়িতে বসেই রেজি.ডাক মাধ্যমে জ্বলদর্চির বিশেষ সংখ্যাগুলো সংগ্রহ করতে পারেন। যোগাযোগ  হোয়াটসঅ্যাপ - ৯৭৩২৫৩৪৪৮৪

Post a Comment

1 Comments

  1. AnonymousMay 07, 2023

    বড়ো ভাল লাগল। বড়ো ভাল লাগল

    ReplyDelete