জ্বলদর্চি

গৌতম বাড়ই ও পার্থ সারথি চক্রবর্তী-র কবিতা

গৌতম বাড়ই ও পার্থ সারথি চক্রবর্তী-র কবিতা 

কিন্তু বৃষ্টি চুরি করেছিলাম
গৌতম বাড়ই 


প্রতি বসন্তে দুর্বার মনে পড়বে,
তোমার ঠোঁটের পৃষ্ঠা থেকে 
বৃষ্টি চুরি করেছিলাম। 
তোমার বৈশাখীরোদ যেটুকু উত্তপ্ত করতো,
তাতে পশ্চিমামাঠের পড়ন্ত বিকেলের ধারে 
আর এক অদ্ভুত সমকোণ।
আমাদের ক্যাফে-রেস্তোরাঁ-পাব ছিল না,
ছিল আড়ালের মহেন্দ্রলালের ছাতা
কিছুপরে আর সর্বনাশের ছাদনাতলা।
মফসসলের প্রেমিকরা প্রেমে পড়তেই সব
নেভি আর আর্মিতে চলে যেতো-----

এফপি স্কুলের হেডস্যারের কাছে বসলে
আমরা সবাই রাখাল বালক হয়ে উঠতাম ,
বলতেন -- এমন প্রেমিক হয়ে রইবি যে,
প্রতি বসন্তে দুর্বার মনে পড়বে।
জ্বলদর্চি অ্যাপ ডাউনলোড করে নিন।👇

মা
পার্থ সারথি চক্রবর্তী

ছিন্নমূল মানুষের পাশে অধরা মাধুরী 
শিকড়হীন গাছের মতো ঝুলন্ত, পরজীবী 
তাদের কথা তুমি ভাব, মা?
নাকি ওরা তোমায় ভাবতে দেয় না!
যশো দেহী, ধন দেহী ...চায় না ওরা-
শুধু পেটে ভাত দেহীই যথেষ্ট! মা।
ঘটা করে নবসাজ, নববস্ত্র, নবকলেবর
বিসর্জনমাত্রই ডুবসাঁতারে লক্ষ্যভেদ করাই লক্ষ্য-
সংগ্রহ করে আনা মূল্যবান, যার মূল্যে পেটে ভাত-
আর লজ্জা নিবারণের ন্যূনতম বাকল...

তোমার কাছে ওদের কথা কেউ পৌঁছে দেয় মা?
কেউ কি দেয় ওদের ছড়িয়ে থাকা কষ্ট!

🍁
বাড়িতে বসেই রেজি.ডাক মাধ্যমে জ্বলদর্চির বিশেষ সংখ্যাগুলো সংগ্রহ করতে পারেন। যোগাযোগ  হোয়াটসঅ্যাপ - ৯৭৩২৫৩৪৪৮৪

Post a Comment

0 Comments