জ্বলদর্চি

পুষ্পেন্দু বিকাশ বাগ ও স্মৃতি সাহা-র কবিতা

পুষ্পেন্দু বিকাশ বাগ ও স্মৃতি সাহা-র কবিতা 

ভরসা
পুষ্পেন্দু বিকাশ বাগ 

যেদিন সব হারিয়ে 
দুই জীবন, দুই কূলে
সেদিনও জাদুকরী আশ্রয়ে
ভরসার পথ হয়েছিল জড়ো। 

প্রশ্ন অনেক ; তবু , না উত্তরের
মুখোশ ঢাকা আমিও
এক আকাশ ভরসায়
আমার অবকাশ বেঁধেছিলাম।

সৃজনী শূন্যতার মোড়কে
পিছলে যাওয়ার ভয়ে
ভূতেদের প্রতিচ্ছায়া
আশ্রয় খোঁজে এক উন্মুখ হাতের।


জ্বলদর্চি অ্যাপ ডাউনলোড করে নিন।👇


স্মৃতি সাহা

বই

ময়দানের সবুজে বইয়ের মেলা
সবাই এসো হেথা মনের খেলা
বাহারে ফুলের মতো আমদানি 
বইগুলো সব ভাষা ও দেশের রাণী

বর্ণে-গন্ধে জীবনের সারাংশ বোঝায়
অন্তর্দৃষ্টি আনে ভাবে ও ভাবনায়


বুদ্ধি

বুদ্ধিতে বেদীতে পছন্দসই বীজ পোঁতা কিছু
দরদে ও যত্নে লাগো অঙ্কুরের পিছু
বিদ্যার সবল মহীরুহ পাবে সময় মতো
জ্ঞানের রসাল ফল উপহার দেবে ইতস্তত 
অস্থির দিনের সকল গ্লানির শেষে 
শীতল ও সহজ হও বইয়ের মেলায় এসে
🍁
বাড়িতে বসেই রেজি.ডাক মাধ্যমে জ্বলদর্চির বিশেষ সংখ্যাগুলো সংগ্রহ করতে পারেন। যোগাযোগ  হোয়াটসঅ্যাপ - ৯৭৩২৫৩৪৪৮৪

Post a Comment

0 Comments