Its a joke
নীলম সামন্ত
১.
Its a joke,
বিশ্বাস করো তোমার মানসিক চিকিৎসার প্রয়োজন
বিগত দিন হেমলকের নামে রেজিস্ট্রি করে দিয়ে
কুমিরের কান্না দেখছি
মৃত্যু অতি সহজ নয়
সে তিলে তিলেই হোক আর
দুমদাম আতসবাজি
বহু বছর আগে একটি ছেলে তার প্রেমিকাকে বলেছিল
'হারিয়ে ফেলার যন্ত্রণায় আমি মারা যাবো'
ছেলেটি
বছর বছর অ্যানিভার্সারি কেক কেটে ইন্সটাগ্রামে ছবি সাঁটে
আহা চোখের জল
- কুম্ভিরাশ্রু
জোকস আ পার্ট, অনাত্মীয় হলেও রপ্ত করায় খামতি রাখোনি
২.
'আমি শুধু তোমাকেই ভালবাসি'
Sorry its a joke
বাকিরা বুঝলেও তোমার মগজে ঝুল
হ্রস্ব-ই এর প্রাধান্য অনেকটা কুয়োর ব্যাঙ টাইপ মহাবিশ্ব
ডিগ্রি ফ্রম ইন্সটিটিউট জরুরি নাহলেও
গৃহশিক্ষা গর্তমুখি
অতয়েব খিদে পাখ বা না পাক
হাত ধরেছি যখন মাথা সহ পাকস্থলী চিবিয়ে চিবিয়ে খাবো
jokes a part,
আয়নায় দেখো
দাঁতের গোড়ায় আজান দিচ্ছে ঘুন পোকা
আর ভাবছ 'তুমিই শ্রেষ্ঠ'
৩.
বছরের প্রতিদিন যে দোকান তোমার জন্য হালখাতা করে
তাকে আড়ালে রেখে নখে নেলপলিশ পরো
Its a joke.
No its not a joke, but only fact of presentation
দীর্ঘদিনের রোগ নিয়ে নতুন করে কাউকে দায়ী করার অর্থ
চ্যাটচেটে মহামারীতে জবাফুল
আমি মাংস-বিমুখী
তাই না জ্বালিয়ে বার বার দেখি
পোশাকের ভেতর ব্যক্তিগত নক্ষত্রের আলো
জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇
৪.
Its a joke-
কলাকৌশলে তুমি পন্ডিত
যে মঞ্চে তুমি কেত্তন করো
সামনে মহাপ্রভু, গোবিন্দ-রাই নিয়ে
সেই মঞ্চের যাত্রা সংলাপ
হোস্টেল লাইব্রেরিতে রাখা ছিল
উল্লেখযোগ্য, লাইব্রেরিয়ান হিসেবে আমার যাতায়াত রুখে কেউ দাঁড়ায়নি
তিন বছর-
তারপরেও আমি স্ট্যান্ড আপ কমিডিয়ান নই
ফ্রন্ট রো তে বসে দেখি
সংলাপ বলতে বলতে কাপড় মাথায় তোলার দৃশ্য
আর পপকর্ন পড়ে থাকে
অবহেলার কার্পেটে
৫.
প্রতিদিন প্রার্থনা করার আগে আমি নামাজ পড়া মানুষের মুখ দেখি
Its a joke
আমি কাউকেই দেখিনা
গোপালের সামনে দাঁড়িয়ে ভাবি কলাগাছে তেল মাখানোর দৃশ্য
তোমার মাথা নয় জিভটাও খেয়ে গেছে শ্বেতকালীর উপাসক
মুখে লেগে মৌমাছির বমি
যেভাবে চিৎ হয়ে শোও
বুকের বকুল খুলে
গায়ের জোরে পিষে যায়
নিজেই নিজের খাদ্য খাদক তত্ত্ব
৬.
বৃত্তের বাইরে বেরিয়ে দেখো
পৃথিবীর রঙ নীল
শুধু ঘরের পর্দা কেন
বিছানার চাদর থেকে শার্টের বোতাম
Blue is a reflection
এই সব শুনে অনেকটা মুমূর্ষু হতে বাথরুমে ঢুকলে
আয়নার সামনে কে
নগ্ন তুমি
নাকি জবরদস্তির ছেলেখেলা
ব্ল্যাকমেইল বা মানসিক শব্দ দুটো আভিধানিক হলেও
অসুখ গোপন থাকে না
বাথরুম না শোবার ঘরের আয়নায় নিজেকে নগ্ন করে দেখ
সারা গায়ে জংলা ছাপের রোগ
Its not a joke
Urgently call a doctor.
1 Comments
ভীষণ ভাল লাগল।
ReplyDelete