প্রয়াত যুক্তিবাদী প্রবীর ঘোষ
ঋত্বিক ত্রিপাঠী
বৃত্তের বাইরে ছিলেন। তাঁর যাওয়া যাওয়া নয়...
ঘোর নাস্তিক আমি একজনকে প্রতিদিন প্রণাম করে এসেছি সেই কিশোরবেলা থেকেই। তিনিই আমার জীবনে জীবন্ত ঈশ্বর যাঁকে আমি প্রত্যক্ষ ভাবে পেয়েছি। প্রথমত তাঁর লেখা পড়ে। আর শেষ ১০ বছর তাঁকে পেয়েছি জ্বলদর্চির নিয়মিত লেখক হিসাবে। অনেকে অনেক কারণে লেখেন, ইনি সমাজকে কুসংস্কারমুক্ত করতে লিখেছেন। এ পোড়া দেশ তাঁকে চিনলো না। হয়তো-বা চিনেছিল কিন্তু মানলো না। মানতে গেলে মেধা-চর্চা জরুরি। মেধাচর্চার জন্য যুক্তিবাদ ও পরিশ্রম জরুরি। অধিকাংশ মানুষ সহজ বিনোদনে জীবনকে পায় কিংবা বলা ভালো জীবনকে হারায়-- তারা কেন পরিশ্রম করবে! অধিকাংশ মানুষ তা-ই গভীরভাবে বিশ্বাস করে -- যা তাকে তার পরিবার ও সমাজ শিখিয়েছে। তাই বৃত্তের বাইরে বেরিয়ে সে কেন প্রবীর ঘোষ পড়বে!
উল্লেখ্য, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রতিষ্ঠাতা প্রবীর ঘোষ (জন্ম ১ মার্চ, ১৯৪৫ — ৭ এপ্রিল ২০২৩) যেকোনও ধরনের অলৌকিক শক্তির প্রমাণ প্রদানকারীকে ৫০ লক্ষ ভারতীয় টাকা প্রদানের ঘোষণা দিয়েছিলেন। বলা ভালো চ্যালেঞ্জ দিয়েছিলেন। বহু নামী জ্যোতিষবিদ ও অলৌকিক শক্তিধারী ব্যক্তির মুখোশ খুলে দিয়েছেন। মন্ত্রতন্ত্র, ভূত, ভগবান, অলৌকিক শক্তির অসারতা প্রমাণ করেছেন বারবার।
তাঁর উল্লেখযোগ্য বই--অলৌকিক নয় লৌকিক (৫ খণ্ড), আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না, জ্যোতিষীর কফিনে শেষ পেরেক, পিংকি ও অলৌকিক বাবা, অলৌকিক রহস্য জালে পিংকি, ধর্ম-সেবা-সম্মোহন, কাশ্মীর সমস্যা: এক ঐতিহাসিক দলিল, প্রভৃতি।
আজ তিনি চলে গেলেন। থেকে গেল তাঁর বই। থাকলো যুক্তিবাদ ও নিরপেক্ষতা।
-------------------------------------------------------
আরও পড়ুন
জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇
1 Comments
This comment has been removed by a blog administrator.
ReplyDelete