জ্বলদর্চি

মান চুরি /ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ৩১

মান চুরি
ভাস্করব্রত পতি

সবার প্রাণের বড়দিমনি মিস্টি এবং শান্ত, 
তাঁর যে এমন প্রেস্টিজ জ্ঞান, কেউ কি সেটা জানতো?
 ভালোই ছিলেন উন্নয়নে, কুরসিখানি চেপে, 
আঁকা, লেখা, গানের ফাঁকে, হঠাৎ গেলেন খেপে। 
চেঁচিয়ে বাড়ি, দুলিয়ে শাড়ি, ঠোঁটটি করে গোল,
 কুঁচকে ভুরু, চোখ পাকিয়ে, বললে, "আমায় তোল!"
আসলো ছুটে আমলা মন্ত্রী, সান্ত্রী, সেপাই, পুলিশ, 
চপ পেঁয়াজি খাইয়ে বলে, "আদর করে তুলিস!"
হুটার ছোটে এদিক ওদিক, বেদম ঘোরাঘুরি, 
বড়দি বলেন, "ওরে বোকা, আমার 'মান' গিয়েছে চুরি!"
'মান সম্মান' হারায় বুঝি? একদমই কি সত্যি? 
'মান' তো আছেই, ভোটেই প্রমান, খসেনি এক রত্তি। 
সবাই বলে "শ্রী"য়ের দাপট, উন্নয়নেরই আয়না, 
মোটেও 'মান' কমছে না তো, এভাবে তা হয়না।
উড়িয়ে থুতু, বললে, "ভীতু", অগ্নিশর্মা 'তিনি', 
"সবকটা চোর ডাকাত সিওর, সবায় আমি চিনি।"
অর্থপিশাচ, হাড় জালিয়াত, চরিত্রটাও ময়লা, 
সবাই শুনে থু থু করে নাপিত, মেথর, গয়লা। 
খাটের তলায় টাকার পাহাড়, করছে মেধার জবাই --
কেউ বা পালায় প্রাচীর বেয়ে, দেখতে পেল সবাই। 
"হায়রে আমার ভাইগুলো সব অপরাধের খাতায়, 
সুযোগ পেলেই অসৎ হয়ে চড়ে আমার মাথায়।
কেউবা আমায় বানায় দেবী, মাথায় কি মোর গোবর? 
গরমেন্টটা চালাই আমি, সবই রাখি খবর। 
ইচ্ছে করে এই ছুঁচোদের লাশের ওপর নাচি, 
হাতের চেটোয় বাগিয়ে পেটো, ভুঁড়িগুলো সব চাঁচি। 
'মান' কি কেবল আমার একার, বাজার থেকে কেনা?
অষ্টপ্রহর কাজের বহর দেখেই যাবে চেনা!" 

জ্বলদর্চি অ্যাপ ডাউনলোড করে নিন।👇


গোঁফ চুরি 
সুকুমার রায়

হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত,
তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানত?
দিব্যি ছিলেন খোসমেজাজে চেয়ারখানি চেপে,
একলা বসে ঝিম্‌ঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে। 
আঁৎকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি ক'রে গোল,
হঠাৎ বলেন, "গেলুম গেলুম, আমায় ধরে তোল!"
তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউবা হাঁকে পুলিশ,
কেউবা বলে, "কামড়ে দেবে সাবধানেতে তুলিস।"
ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি,
বাবু হাঁকেন, "ওরে আমার গোঁফ গিয়েছে চুরি!"
গোঁফ হারানো! আজব কথা! তাও কি হয় সত্যি?
গোঁফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি।
সবাই তাঁকে বুঝিয়ে বলে, সামনে ধরে আয়না,
মোটেও গোঁফ হয়নি চুরি, কক্ষণো তা হয় না।
রেগে আগুন তেলে বেগুন, তেড়ে বলেন তিনি,
"কারো কথার ধার ধারিনে, সব ব্যাটাকেই চিনি। 
নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা,
এমন গোঁফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা।
     এ গোঁফ যদি আমার বলিস করব তোদের জবাই"—
এই না বলে জরিমানা কল্লেন তিনি সবায়। 
ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়,
"কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়।
আফিসের এই বাঁদরগুলো, মাথায় খালি গোবর। 
গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর।
    ইচ্ছে করে এই ব্যাটাদের গোঁফ ধরে খুব নাচি,
মুখ্যুগুলোর মুণ্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি।
গোঁফকে বলে তোমার আমার – গোঁফ কি কারো কেনা?
গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা।"
🍁
বাড়িতে বসেই রেজি.ডাক মাধ্যমে জ্বলদর্চির বিশেষ সংখ্যাগুলো সংগ্রহ করতে পারেন। যোগাযোগ  হোয়াটসঅ্যাপ - ৯৭৩২৫৩৪৪৮৪

Post a Comment

0 Comments