জ্বলদর্চি

অজিত মিশ্র ও এস মহীউদ্দিন-র কবিতা

অজিত মিশ্র ও এস মহীউদ্দিন-র কবিতা 

পাপীয়সী, তোকে: পাঁচ
অজিত মিশ্র

সাত সকালেই কিচির মিচির।
জোড়া শালিখের।
তাকিয়ে দেখি না।
এত ভোরে কারা ঘুড়ি উড়িয়েছে
ভারি উল্লাস। ছাদের ওপর।
তাকিয়ে দেখি না।
শুনেও শুনি না ফোনটা বাজছে।

গলিপথে টোটো-- হলুদ ওড়না
পাশে তার কেউ।
বানভাসি ঢেউ... তাকিয়ে দেখি না।

এখানে নিথর। মমিঘর যেন।
ফুরোনো দিনের অফুরান ঘুম।
রাত কম্বলে আড়মোড়া ভাঙে
নষ্ট দিনের নষ্ট কুসুম।
জ্বলদর্চি অ্যাপ ডাউনলোড করে নিন।👇

কবি 
এস মহীউদ্দিন

আঁধার পৃথিবীর বুক 
চির বিষণ্নতায় ডুবে থাকে। 
তোমার একদিন, প্রতিদিন 
আনন্দময় জীবনের ইতিহাস। 
সেই তুমি অকাতর রেখে গ্যাছো ঋণ 
ধুলো মাটির সংসারে 
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সরলতায় 
মগ্ন ধারাপাত...

দোয়েল পাখির ঠোঁটে প্রতিদিন দেখি 
আমাদের মুগ্ধ সকাল।

🍁
বাড়িতে বসেই রেজি.ডাক মাধ্যমে জ্বলদর্চির বিশেষ সংখ্যাগুলো সংগ্রহ করতে পারেন। যোগাযোগ : হোয়াটসঅ্যাপ - ৯৭৩২৫৩৪৪৮৪


Post a Comment

0 Comments