জ্বলদর্চি

মলয় সরকার ও বিমান কুমার মৈত্র-র কবিতা

মলয় সরকার ও বিমান কুমার মৈত্র-র কবিতা

একটা চোখ দাও
মলয় সরকার


আমায় একটা চোখ দাও-
আমায় একটা স্বপ্ন দাও-
একটু প্রাণভরে স্বপ্নের সাগরে ডুব দিই।

একটা রূপকথা -খেলা করবার মত একটা
ডানাওলা পরী  দাও-
দিনের আকাশটা বড় চড়া রোদে ভরা,
আমায় রাখাল ছেলের বাঁশির সুর দেবে
একমুঠো?

কাজের চাকায় আমার হাত পা মাথা বুক
ছিন্নভিন্ন রক্তাক্ত,
পলাশের ডালের টিয়াপাখির আওয়াজ
শুনতে পাই অল্প-
রাতের রঙিন তারারা হাতছানি দিয়ে ডাকে,
আকাশ তাকিয়ে থাকে বেদনার্ত চোখ নিয়ে,
আমাকে একটা চোখ দেবে
প্রাণভরে একটু আকাশের স্বপ্ন দেখব।

জ্বলদর্চি অ্যাপ ডাউনলোড করে নিন।👇


পোষ্টমডার্ন  অশ্বত্থামা 
বিমান কুমার মৈত্র

যান্ত্রিক কবিতার ঘোল খাইয়ে 
মনে করছ খুব একটা বৃহৎ চিতল মাছ 
বাড়িতে নিয়ে যাচ্ছো, গলায় মালা 
খুব ভালো খাওয়া দাওয়া হবে আজ
 
কবিতা পাঠের সাথে 
বিরিয়ানির আপডেটে ধার দিতে দিতে 
যতক্ষণ ক্ষুরধার কিছু তৈরি না হয়....

আরে বলতে হলে মুখোমুখি দাঁড়াও 
বুকের বোতাম খোলো জামার নিচে 
যে পচে যাওয়া ম্যাজিক বাক্স 
তুমি বহন করে চলেছ যার 
কালো পর্দার আড়ালে ধোঁকাবাজির 
হাঁড়িকাঠ  মিথ্যের গলা কাটতে কাটতে 
এভাবেই তো চালিয়ে যাচ্ছ; কারসাজি ধরা পড়ে গেছে ; এখন আমাদের সময় 
হে বাজিকর

তত্ত্ব বলে কিছু হয় না 
নিজস্ব অবস্থান বিন্দুর চেতনা
থেকেই গৃহ-দেবতাটির জন্ম 
নইলে সব আপডেটই সিগারেটের ধোঁয়া 

আকাশে তাকাও, আরো আকাশে 
আলো-রাক্ষসদের কলোনির কাছে 
নিচে চলো--- আরো নিচে 
এতটাই যেখানে পালস মিটারও 
ফেটে চৌচির হয়; ওটাই আপডেট গ্রাউন্ড

মানুষ অশ্বত্থামা নয়,  সবুজ নোড়াকে  
সে আর চালকুমড়ো বলতে রাজি নয়।

🍁
বাড়িতে বসেই রেজি.ডাক মাধ্যমে জ্বলদর্চির বিশেষ সংখ্যাগুলো সংগ্রহ করতে পারেন। যোগাযোগ  হোয়াটসঅ্যাপ - ৯৭৩২৫৩৪৪৮৪

Post a Comment

0 Comments