জ্বলদর্চি

বিভাস মণ্ডল ও কৃষ্ণা গায়েন-এর কবিতা

বিভাস মণ্ডল ও কৃষ্ণা গায়েন-এর কবিতা 


বিদায় সংবর্ধনার গান
বিভাস মণ্ডল


এখনও যারা ডানা মেলতে পারো না
তারা দাঁড়াও উঠে ঐ ল্যাম্পপোস্টের তলে
মিটিমিটি চোখে খুঁজে নাও তোমার স্বরূপকে ---- 

নির্ঘাত ঝড়- বৃষ্টি শীত গ্রীষ্ম উপেক্ষা করে 
যে জানান দেয় আমরা এখনও আছি-- থাকতে হবে-- 
শত শত লাঞ্ছনাকে উপেক্ষা করে
ধরে নাও তুমি তাদের একজন ।

জীবনের বড় পরীক্ষার প্রথম সোপানে দাঁড়িয়ে
কলিজার জেদটাকে আরও একবার তাগিয়ে দাও
মানুষ হয়ে মানুষের দুয়ারে ।

চোখে- মুখে সম্ভাবনার উদ্ভাস নিয়ে
বসে থেকো না , ভীরুতাও হবে পরাস্ত ।

সুউচ্চ শির নিয়ে সত্যের দিকে
হাত বাড়িয়ে ডানাটা মেলে ধরো
গভীর উজ্জ্বল স্বপ্নালোকে ।

জ্বলদর্চি অ্যাপ ডাউনলোড করে নিন।👇

তোমাকে দেখে
কৃষ্ণা গায়েন

তোমার সমুদ্র তীরে বসে 
ঢেউয়ের শব্দ শুনি 
নীল তরঙ্গগুলি আছড়ে 
পড়ে বালুকাবেলায় । 
ঢেউ ভেঙে গভীরে যেতে 
সাহস হয়নি,তাই— 
তীরে বসেই মুগ্ধ চোখে 
দেখেছি তোমার সৌন্দর্য, 
তোমার বিশালতা । 
রক্তিম সন্ধ্যায়-
দূর দিগন্তে আকাশের সাথে
ঘননিবিষ্ট তোমাকে দেখে 
চোখের জলে নোনা স্বাদ পাই ।


Post a Comment

0 Comments