জ্বলদর্চি

নরেন হালদার ও সর্বজয়া নন্দ-র কবিতা

নরেন হালদার ও সর্বজয়া নন্দ-র কবিতা 

পঞ্চুপদা নদী                 
নরেন হালদার

পঞ্চুপদা নদী যেখানে এসে সাগরে মিলিত হয়েছে
সেখানে আর যাই থাক কোলাহল নেই।
দীর্ঘ পথ পরিক্রমায় সঞ্চয়ের উজ্জ্বল মুখ ঢেকেছে,
মিশে গেছে আরো আরো গভীরেই।

এ নদী জল কি জীবন বয়ে এনেছে - অবান্তর
মোহনা থেকে উৎসে, তাকিয়ে উৎস খোঁজে,
খুঁজি আর বলি - তুমি তো ওদের মত‌ই সুন্দর
জানা - অজানা আর শূন্যতার মাঝে।

পঞ্চুপদার অতীত ছিল কি ? ছিল কি তার সংসার ?
বহতা স্রোত তো কেবল নিচের দিকে - 
উৎসে আছে যে উন্মাদনা উন্মত্ততার
মোহনায় তার পূর্ণতা বালুবেলায় থেমে থাকে।

তুমি বল কি, তোমাকেই ধরে রেখে - 
বৃদ্ধ গাছ আজও জীবন দিয়ে শেখে।

               
জ্বলদর্চি অ্যাপ ডাউনলোড করে নিন।👇

 সপ্তলোক
সর্বজয়া নন্দ

মহাবিশ্বের মহাশূন্যতায়
কোথা সেই সপ্তলোক ?
কোথা সে লোকের অবস্থান? 
কে ওই লোকের স্রষ্টা? 
কেমন সে সৃষ্টি তাঁর?
এ জিজ্ঞাসা ঘুরে ফিরে 
আসে বার বার। 

কার ইচ্ছায়—কোন্ শক্তি বলে— 
নশ্বর দেহের মাঝে 
অবিনাশী আত্মার হয় অধিষ্ঠান? 
বিদেহী আত্মা পায় কোন্ লোকে স্থান ? 
মন যে তাদেরই খোঁজে--
আজও তার জানে না সন্ধান।


Post a Comment

0 Comments