জ্বলদর্চি

পলাশ বন্দ্যোপাধ্যায় ও শুভজিৎ মুখার্জী-র কবিতা

পলাশ বন্দ্যোপাধ্যায় ও শুভজিৎ মুখার্জী-র কবিতা


জবাব দিয়ো 
পলাশ বন্দ্যোপাধ্যায়

আমাকে তুমি ভালবাস, তাই
তোমাকে আমি, শর্তে।
জীবনটাকে কাটিয়ে হেন
চুলচেরা আবর্তে।
অকুস্থলে পৌঁছে যদি
কিছু না পাওয়া দেখ।
তার থেকে কি নতুন করে
জীবন মানে শেখ?

শিখতে বুঝি বয়স লাগে?
শোননি নীতিকথা?
মানই না তা? তাহলে কেন
এমন নীরবতা?
আমিও তাতে দিব্যি আছি
তোমায় ঠেলে ফেলে 
জবাব দিয়ো বুক বাজিয়ে
জবাবি কিছু পেলে।

জ্বলদর্চি অ্যাপ ডাউনলোড করে নিন।👇

মায়া-ঊর্ণ
শুভজিৎ মুখার্জী

আবারও পরাজিত হল শীত,
জীবনের কাছে ! বাহান্নতম বসন্ত,
মুচকি হেসে উপনীত মন-দুয়ার প্রান্তে।
তাকে বললাম, "আজকাল তো আর,
চুম্বনে শিহরণ জাগে না !" 
অথবা, চকচকে ত্বকে ঢাকা
কোনও যৌবনবতী তণ্বীর
রক্ত - মাংস - চর্বি - হাড়,
ঢেউ তোলে না হৃদয়-শোণিতে !

একটা মিষ্টি, সুরেলা হাওয়া বয়ে গেল।
প্রজাপতি ও চঞ্চল মধুপ-এর দল --
আবারও ব্যস্ত হয়ে পড়ল পরাগ-মিলন ঘটাতে ;
ঝর্নার ছন্দে আর নদী-সাগরের ঢেউয়ে ভেসে তখন
সময় বলল, 'এবার থেকে মনের চোখে দেখতে হবে !'


Post a Comment

0 Comments