বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ২০
লুটি
ভাস্করব্রত পতি
উন্নয়নের বেগ এসেছে
সাজিয়েছি তাই ঘুঁটি।
আজ আমরা লুটি, ও ভাই
আজ আমরা লুটি।।
বখরা যেথায় যতই যা পাই,
সবাই মিলে পকেটে ভরাই,
লুঠ করে মাল ছুটেই পালাই,
আমরা গুটি গুটি।।
তাপ্পি মেরে রাস্তা গড়ে
দেখাই ছবি তুলে।
নড়বড়ে ব্রিজ বানিয়ে দেবো
পড়বে ভেঙে ঝুলে।।
পাচার করি গ্রামের ধেনু,
আজকে মোরা বিরাট হনু,
কাটমানিটাই প্রধান মেনু,
বেদম মোরা লুটি।
আজ আমরা লুটি, ও ভাই
আজ আমরা লুটি।।
ছুটি
রবীন্দ্রনাথ ঠাকুর
মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি,
আজ আমাদের ছুটি, ও ভাই,
আজ আমাদের ছুটি।।
কী করি আজ ভেবে না পাই,
পথ হারিয়ে কোন্ বনে যাই,
কোন্ মাঠে যে ছুটে বেড়াই,
সকল ছেলে জুটি।।
কেয়াপাতায় নৌকো গড়ে’
সাজিয়ে দেব ফুলে,
তালদিঘিতে ভাসিয়ে দেবো,
চলবে দুলে দুলে।
রাখাল ছেলের সঙ্গে ধেনু
চরাব আজ বাজিয়ে বেণু,
মাখব গায়ে ফুলের রেণু
চাঁপার বনে লুটি।
আজ আমাদের ছুটি, ও ভাই,
আজ আমাদের ছুটি।।
1 Comments
প্যারোডি কবিতা দারুণ 🌹
ReplyDelete