তিনটি কবিতা / শুভশ্রী রায়
কাঙ্খিত পংক্তি
সূর্যের সপ্তম ঘোড়া, পংক্তি তার অসামান্য নাম,
অপ্রতিহত বেগে কত শোভা নিয়েই না ছুটে আসে!
ভবিষ্যতের আশার প্রতীক সতত ধাবমান এই অশ্ব,
তার গতির সঙ্গে অতীতের গ্লানি উড়ে যায় অনায়াসে।
কাঙ্খিত অশ্বের খুরের আঘাতে ধুলো ওড়ে, তা উড়ুক
ওই ধুলো আসলে আমাদের অতীতের ব্যথা আর কষ্ট,
অক্লান্ত পংক্তি আমাদের জীবনের ওপর দিয়ে ছুটে যাক;
রচিত হো'ক উজ্জ্বল আগামী সময়ের আলেখ্য স্পষ্ট।
পংক্তি'র প্রতি
পংক্তি, আমাকে আগামীকালে নিয়ে চলো,
বর্তমান অসহ্য হয়ে উঠেছে, আর ধৈর্য কোথায়?
আমাকে ভবিষ্যতে পৌঁছে দাও, বেগবান অশ্ব!
সূর্যের রথে তুমি নিযুক্ত জেনেও ডাকছি ব্যথায়।
অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গিয়েছে অসহ্য যন্ত্রণা,
উপশম কী? কে ভুলিয়ে দেবে ভুল ও গ্লানি শত?
সৃষ্টির সময় থেকে তুমি না থেমে ছুটে চলেছ,
খুরের ঘাতে গুঁড়িয়ে দাও অতীতের মালিন্য যত।
সোহমের সাদা ঘোড়া
সোহম, তোমার বড় আদরের সেই সাদা ঘোড়া,
মুখ থুবড়ে এক কোণায় পড়ে আছে বহু দিন,
অথচ এক সময় তোমার কতই না প্রিয় ছিল,
খেলনা ঘোড়ার কাছে ছিল তোমার কল্পনার ঋণ!
সোহম, কাউকে দিয়ে দিও কাঠের এই গতিরূপ
এমন খেলনা অনেক শিশুই পায় না অভাবের দেশে,
দান করার আগে অশ্বকে একটু আদর করতে ভুলো না;
একটিবার শৈশবের সারল্যে ফিরে যেও অবশেষে।
0 Comments