জ্বলদর্চি

কবিতাগুচ্ছ ৬ /অমিতাভ সরকার

কবিতাগুচ্ছ ৬

অমিতাভ সরকার 



ভাবনা মেঘ পারাণির গান।
আসতেও সময় লাগে না, যেতেও সময় লাগে না। 

ঢেউগুলো আসে, পাড় ভেঙে দিয়ে যায়।

মনের ঠাণ্ডা গরমে বাতাসের কোনো ক্ষতি হয় না। 
যারা প্রকৃতই ভুগছে তারা জানে 
ব্যথা হলে কেমন লাগে। 



আমি যেখানেই যাই সবাই আমার আত্মীয় হয়ে যায়।
পথ থেকেই শুরু। সবাই ভালো, তবে
এখানে দশজন না হলে গাড়ি ছাড়ে না এই যা।

আকাশে ধুলোর ঝড় উঠছে।
দেখুন, দশজন হয়ে গেল কিনা। 
সব বাস একই সময় আসে না। 

পা-দুটো বলতে পারে না তাই।
নইলে শরীরের কাছে তারাও এত অল্প
বকশিসে খুশি হতো না। 


চলুন পুজো দেখে আসি।
ঈশ্বরেরও তো মনকেমন করে।

শ্রদ্ধার স্থান ব্যবসায় মুনাফা লুটছে।
জীবনের সব জায়গায় সেই এক সিস্টেম। 
আগে টাকা, পরে কৃপা দৃষ্টি।

কাগজ দেওয়া না-দেওয়ায় শব্দের আশীর্বাদও কমজোরি হয়।
জ্বলদর্চি অ্যাপ ডাউনলোড করে নিন।👇


অনলাইনে ভক্তির অফার চলছে। 
প্রসাদে সুবিধার ডিসকাউন্ট পেয়ে যাবেন।

তবে সংস্কারের স্বর্গ দর্শনে দর্শকের কোনো অভাব নেই। 

মন্দিরে জুতো খুলেই যেতে হয়।
বাইরে সব জিনিসের দাম বেশি।
শখের কোনো বয়স হয় না।

দক্ষিণার গা-জোয়ারি দানে ঈশ্বর সত্যি খুশি হন কি?



জল কত কাছে।
ঢেউগুলো আরও সামনে আসছে।

আজ আর সূর্য উঠবে না।

চশমা পরে এ বয়সে এসেও
এখনও দূর আর নিকটের পার্থক্য বুঝতে পারলাম না। চেহারাগুলো তো সেই... 

বিরক্তির যথেষ্ট কারণ আছে, কিন্তু বোঝার মতো মানুষ কই। তাদের যে বড়ো অভাব।



Post a Comment

0 Comments