জ্বলদর্চি

আমি মারা গেছি/ মলয় রায়চৌধুরী


আমার জীবনের ঘটনা -৯ 
মলয় রায়চৌধুরী

আমি মারা গেছি

 ১৯৯৫ সালে কলকাতায় রটে যায় যে মলয় রায়চৌধুরী মারা গেছে । ব্যাস লিটল ম্যাগাজিনে শোক প্রকাশ করার ঢেউ উঠলো, “অমৃতলোক” পত্রিকায় বেশ বড়ো করে সম্পাদকীয় লিখেছিলেন সমীরণ মজুমদার । আমি মুম্বাই থেকে ফিরে তখন ছিলুম দাদার বাঁশদ্রোণীর বাড়িতে । একদিন শক্তি চট্টোপাধ্যায় এসে হাজির, বললেন, “সংবাদটার সত্যতা যাচাই করতে এলাম, তুমি এখানে ইজিচেয়ারে বসে ঠ্যাং দোলাচ্ছো আর তোমার বন্ধুরা তোমার মৃত্যুর খবরে খালাসিটোলায় উৎসব করছে । যাক বেঁচেবর্তে আছো, সেলিব্রেট করার জন্য মদ খাওয়াও।” বললুম একদিন যাবো স্মিরনফ নিয়ে আপনার বাড়িতে । গিয়েছিলুম, দাদা আর প্রদীপ চৌধুরীও সঙ্গে ছিল । মীনাক্ষীও সঙ্গ দিলেন আমাদের, ওনার শ্যাম্পেন খাবার গেলাস এনে । মাছ-মাংস খাইয়েছিলেন শক্তি । সন্দীপনের মতন কিপটেমি করেননি । সন্দীপনের ফ্ল্যাটে গেলেই, চলো চা খেয়ে আসি, বলে বাড়ির বাইরে নিয়ে যেতেন, এমনকি দাদাকেও, যখন কিনা দাদার পোস্টিঙের বিভিন্ন জায়গায় গিয়ে মহানন্দে দিন-পনেরো কাটিয়েছেন ।

জ্বলদর্চি অ্যাপ ডাউনলোড করে নিন।👇

Post a Comment

0 Comments