ক্যুইজ-৫১/ সাগর মাহাত
১. ২০২০ সালে সুরভেসন অনুসারে কোন শহর পরিচ্ছন্নতার তালিকায় শীর্ষে ছিলো—
ভোপাল
দিল্লি
কোলকাতা
গোয়াহাটি
২. '১০০ গ্লোবাল চাইল্ড প্রোডি জি এওয়ার্ড' জেতে—
সুচেতা সতীশ
লিবিয়া রস্তো
মেটন ওয়াট
অনীতিস মেট
৩. বিজ্ঞানের জনপ্রিয় করণের জন্য ২০২০ সালে ইন্দিরা গান্ধী পুরস্কার পান—
পিবি শেলী
আর রামানুজম
এস জশরাজ
নিতেন সেন
৪. গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠানে 'সিসিল বি ডিমিল এওয়ার্ড' পান—
টম হ্যাঙ্কস
ওয়াট ওয়াশ
নিকোলা ডানকান
টেমস ওভাড
৫. কে আইসিসি ২০১৯ সালে বর্ষসেরা ODI ক্রিকেটারের সম্মান পান—
রোহিত শর্মা
রাহুল দ্রাবিড়
লক্ষ্মীরত্ন শুক্লা
সৌরভ গাঙ্গুলি
৬. আন্তজার্তিক অলিম্পিক কমিটির কোচ লাইভটাইম এচিভমেন্ট এওয়ার্ডের পুরুষ বিভাগের সম্মানজনক উল্লেখ পান—
অভয় সেন
ববি সান্যাল
পুলেলা গোপীচাঁদ
অমিত তিওয়ারি
৭. ২০২০ সালে মরণোত্তর NBA এর 'হল অফ সেম' অন্তর্ভুক্ত ব্রায়ান্ট যে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতেন—
United state
Japan
India
Goa
৮. যে রাজ্যের মুখ্যমন্ত্রী ২০১৯ 'চ্যাম্পিয়ন অফ চেঞ্জ' পুরস্কার পান—
ঝাড়খন্ড
গোয়া
পশ্চিমবঙ্গ
কর্ণাটক
৯. ২০২০ সালে যে গায়ক পদ্মশ্রী পান—
সান
আদনান সামি
অরিজিৎ সিং
মিকা সিং
১০. ২০১৯ সালে 'কোস্টা শিশু পুরস্কার' পান—
জসবিন্দর বিলাস
নিখিল নিয়োগী
প্রাচী আগরওয়াল
পরভীন দেশাই
১১. যে ছবিটি ২০২০ সালে গোল্ডেন গ্লোবস এওয়ার্ডের নাটক বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পায়—
জোয়াকিন ফিনিক্স
ডিসপিক্স ওবে
পিমসিকসেস
ওপেমার্সিয়েট
১২. কোন ক্ষেত্রে জড়িত ব্যক্তিত্বদের রামনাথ গোয়েনকা এক্সিলেক্স পুরস্কার দেওয়া হয়—
দৌড়
সাংবাদিকতা
নাচ
ফুটবল
১৩. অর্ডার অফ অস্ট্রেলিয়া' অস্ট্রেলিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মানপ্রাপ্ত চতুর্থ ভারতীয় হলেন—
কিরন মজুমদার
মুন্নাম সিং
অমিত সিং
সৌমেন সেন
১৪. ২০২০ সালে 'দ্য ব্যাংকার' সংস্থাটি সেন্ট্রাল ব্যাঙ্কার অফ দি ইয়ার পুরস্কারে কাকে সম্মানিত করে—
হর্ষবর্ধন তিওয়ারি
অজিত সাহ
নিমাই গায়েন
শশিকান্ত দাস
১৫. কাকে সমাজসেবার জন্য মুপাভাড়াপু জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয়—
গুট্টা মনিরত্নম
রাজেশ দেশমুখ
পন্ডিত আগরওয়াল
প্রিয়ম দেশাই
১. ঝাড়গ্রাম
২. অসম
৩. নাইজেরিয়া
৪. মধ্যপ্রদেশ
৫. মহারাষ্ট্র
৬. Jeevan
৭. কালকা-দিল্লি শতাব্দী
৮. হায়দ্রাবাদ
৯. রমেশ পোখরিয়াল নিশঙ্ক
১০. কেরল
১১. উত্তরপ্রদেশ
১২. হায়দ্রাবাদ
১৩. State hood day
১৪. ১৪,১০০ টন
১৫. তামিলনাড়ু
0 Comments