ক্যুইজ-৫২/ সাগর মাহাত
১. বিশিষ্ট ফটোগ্রাফি বিভাগে ২০২০ পুলিৎজার পুরস্কার যে ভারতীয় সাংবাদিক জেতেন—
মুকতার খান
চানী আনন্দ
ডার ইয়াসিন
সকলেই
২. হিমা দাস যে রাজ্যের অধিবাসী—
আসাম
মণিপুর
মেঘালয়
মিজোরাম
৩. ২০২০ পেন/হেমিংয়ে পুরস্কার "A Prayer for Travel" নামক উপন্যাসের জন্য যিনি পান—
Shakti piya
Ruchika Tomar
Shrestha Neyogi
PK Mishra
৪. ২০২০ বিশ্বের Highest Paid সেলিব্রিটিদের তালিকায় একমাত্র ভারতীয় নাম—
আমির খান
অক্ষয় কুমার
জন আব্রাহাম
শাহরুখ খান
৫. 'পেন গৌরী লঙ্কেশ' পুরস্কারের জন্য যাকে নির্বাচন করা হয় ২০১৯-২০২০ সালে—
শক্তি দাস
আব্দুল মানা
ইউসুফ জামিল
রমি কিনাগি
৬. বর্ষসেরা কৃতির জন্য 'স্যার গারফিল্ড সৌবার্স ট্রফি' বিজেতা ক্রিকেটার হলেন—
বেন স্টোকস
আর পি হোমস
সেম জোনস
হিথ জোনার
৭. ২০১৯ এর ICC Women Emergine Player' পুরস্কার প্রাপ্ত চানিদা সুথিরুয়াং যে দেশের বাসিন্দা—
জাপান
থাইল্যান্ড
আয়ারল্যান্ড
আমেরিকা
৮. ২০২০ প্যারিস বইমেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিল যে দেশ—
ভারত
চিন
আমেরিকা
থাইল্যান্ড
৯. ৫০ তম দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন—
বিনোদ খান্না
রাজেশ খান্না
প্রাণ
অমিতাভ বচ্চন
১০. BCCI দ্বারা 'সিকে নাইডু লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড' দেওয়া হয়েছিল—
আনজুম চোপড়া
হিমেশ রোশাম
জয়প্রীত ঘোষ
তোপনো সেন
১১. ফ্রান্স সরকার যাকে 'Knight of the Order of Art and Letter 2020' তে ভূষিত করেছিল—
সঞ্জনা কাপুর
প্রীতি দেশাই
পীযুষ জওসওয়াল
আতি প্যাটেল
১২. যে অভিনেত্রী ২০২০ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন—
কঙ্গনা রানাউত
প্রীতি উষা
ঐশ্বর্য রাই
কিরণ বেদী
১৩. প্রথম ভারতীয় টেনিস খেলোয়াড় যিনি এশিয়া থেকে 'ফেড কাপ হার্ট এওয়ার্ডের' জন্য মনোনীত হন—
সানিয়া মির্জা
রাজিয়া সুলতান
প্রীতি সেন
সোভিয়া নিকেল
১৪. যতজন ভারতীয় সাংবাদিককে 'পুলিৎজার পুরস্কার' দেওয়া হয় ২০২০ সালে—
৩ জন
৪ জন
১২ জন
১ জন
১৫. যে রাজ্যের সোহরাই খেয়ার চিত্রকলা GI ট্যাগ পান—
গোয়া
আসাম
পশ্চিমবঙ্গ
ঝাড়খন্ড
ক্যুইজ ৫১-এর উত্তর
১. ভোপাল
২. সুচেতা সতীশ
৩. আর রামানুজাম
৪. টম হ্যাঙ্কস
৫. রোহিত শর্মা
৬. পুলেলা গোপীচাঁদ
৭. United States
৮. ঝাড়খণ্ড
৯. আদনান সামি
১০. জসবিন্দর বিলাস
১১. জোয়াকিন ফিনিক্স
১২. সাংবাদিকতা
১৩. কিরণ মজুমদার
১৪. শক্তিকান্ত দাস
১৫. গুট্টা মুনিরত্নম
0 Comments