পালপাড়া কলেজে
আজ শনিবার (১৭ জুন ২০২৩) যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে ও ব্যবস্থাপনায় সৃজনশীল সাহিত্য বিষয়ক একটি সাতদিনের কর্মশালার উদ্বোধন হল।
প্রদীপ প্রজ্বলন ও বরণীয় মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অধ্যক্ষ ড. প্রদীপ্ত কুমার মিশ্র। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন প্রবীন সঙ্গীত শিক্ষিকা শ্রীমতী কাজল রথ, তবলা সঙ্গত করেন গৌতম নন্দী। স্বাগত ভাষণ দেন অধ্যাপক আনন্দ মোহন মাইতি। উদ্বোধনী ভাষণে অধ্যক্ষ ড. মিশ্র এই ধরনের কর্মশালা আয়োজনের উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে মূল্যবান মতামত প্রদান করেন।
সাতদিনের কর্মশালার আলোচ্য সূচি ও মূল অভিমুখ কী হবে -- সে বিষয়ে বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান ও এই কর্মশালার আহ্বায়ক ড. মৃণালকান্তি দাস। আমন্ত্রিত অতিথি ছিলেন দাঁতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, বিশিষ্ট কবি , 'এবং সায়ক' পত্রিকার সম্পাদক সূর্য নন্দী ও ভগবানপুর হাইস্কুলের প্রাক্তন শিক্ষক নাট্যকার, বাচিকশিল্পী স্বপন রথ। কবি সুর্য নন্দী তাঁর নিজের কবিতা চর্চার ও প্রায় অর্ধশত বছর পত্রিকা সম্পাদনার অভিজ্ঞতার কথা প্রসঙ্গে সৃজনশীল সাহিত্যের বিভিন্ন দিক পর্যালোচনা করেন। স্বপন রথ নাটক ও কবিতার অজস্র দৃষ্টান্তের সাহায্যে সাহিত্যসৃজনের বিভিন্ন দিক তুলে ধরেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পারমিতা গাঙ্গুলি, সংস্কৃত বিভাগের প্রধান ড. লক্ষ্মীকান্ত ষড়ঙ্গী, অধ্যাপিকা সুমনা পাল, শুভব্রত মাইতি ও প্রায় দুইশত ছাত্রছাত্রী। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ড. সুশান্ত বেরা। অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন অধ্যাপক বনমালী খাটুয়া।
এদিন "সংসত্য" নামে একটি স্মরণিকাও প্রকাশিত হয়। এখানে কলম ধরেছেন সূর্য নন্দী, স্বপন রথ, ড. মৃণালকান্তি দাস, ড.শ্রীমতী পণ্ডিত, আনন্দ মোহন মাইতি, বনমালী খাটুয়া, সুমনা পাল, ড. সুশান্ত বেরা ও শুভব্রত মাইতি।
0 Comments