জ্বলদর্চি

ডাক্তারী শিক্ষা /ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ২৮

ডাক্তারী শিক্ষা

ভাস্করব্রত পতি

আয় দেখি বডি চেকআপ করি, হাতে ধরা ডিজিজস্কোপ দিয়ে
কেন তোর মাথায় টাক পড়ে গেছে হচ্ছে না যে তাই বিয়ে। 
কোনখানে কোষ নষ্ট হয়েছে, আয় দেখি কেটে ছেনিতে
বুকে তোর কফ বহু দিনের, বামপাশে না ডানেতে। 
কফ তোর সাদা না খয়েরি রঙের, কতখানি কফ ডিপ গ্রিন
ভয় পাস কেন, দেখি ফুঁড়ে বুকে তোর, ছোট আলপিন। 
সব খুলে বল যা কিছু ঘটে, দিনে ঘুমোবার কালে
চোখ উলটায়? নাক ডাকে? টোল পড়ে কিনা গালে।
সব জানা চাই খুঁটিয়ে খুঁটিয়ে, ডাক্তারী বইয়ে যা লেখা
তবেই কিনা ভালো ডাক্তারের গুন যত সব যাবে শেখা। 
পেটে স্যালাইন দিতে হবে তোকে, গুঁড়ো সল্ট কিছু মিশিয়ে তায়
ব্যারোমিটারে মেপে দেখি তবে, জ্বর আছে কত তোর গায়। 

🍂

বিজ্ঞান শিক্ষা

সুকুমার রায়

আয় তোর মুণ্ডুটা দেখি, আয় দেখি 'ফুটোস্কোপ' দিয়ে,
দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে। 
কোন দিকে বুদ্ধিটা খোলে, কোন দিকে থেকে যায় চাপা,
কতখানি ভস্ ভস্ ঘিলু, কতখানি ঠক্‌ঠকে ফাঁপা।
মন তোর কোন দেশে থাকে, কেন তুই ভুলে যাস্ কথা —
আয় দেখি কোন ফাঁক দিয়ে, মগজেতে ফুটো তোর কোথা।
টোল খাওয়া ছাতাপড়া মাথা, ফাটা মতো মনে হয় যেন,
আয় দেখি বিশ্লেষ ক'রে, চোপ্‌রাও ভয় পাস্ কেন?
কাৎ হয়ে কান ধ'রে দাঁড়া, জিভখানা উল্‌টিয়ে দেখা,
ভালো ক'রে বুঝে শুনে দেখি, বিজ্ঞানে যে রকম লেখা।
মুণ্ডুতে 'ম্যাগনেট' ফেলে, বাঁশ দিয়ে 'রিফ্‌লেক্‌ট' ক'রে,
ইঁট দিয়ে 'ভেলসিটি' ক'ষে দেখি মাথা ঘোরে কি না ঘোরে।

Post a Comment

0 Comments