ক্যুইজ-৫৯/ সাগর মাহাত
১. ভারতের প্রথম তৈরি সুপার কম্পিউটার হল—
World
God
Vivek
Param Shivay
২. অন্ধ্রপ্রদেশের Judical Capital হল—
তেলেঙ্গনা
কর্নুল
কলকাতা
অমরাবতী
৩. প্রথম e waste cline ভারতে যেখানে তৈরি হয়—
ভোপাল
হায়দ্রাবাদ
কলকাতা
আসাম
৪. কেম্পেগৌডা বিমান বন্দর যেখানে অবস্থিত—
হরিয়ানা
কর্ণাটক
মিজোরাম
পশ্চিমবঙ্গ
৫. গৌরেলা পেন্দ্র মারওয়াহি যে রাজ্যটির নতুন জেলা হিসেবে উদ্বোধন করা হয়েছে—
মহারাষ্ট্র
ছত্রিশগড়
পশ্চিমবঙ্গ
মিজোরাম
৬. মণিপুর ত্রিপুরা মেঘালয় রাজ্যগুলি ২১ জানুয়ারি কী পালন করে—
Health Day
Incovince Day
State hood Day
Freedom Day
৭. ২০২০ সালের ২১ জানুয়ারি মেঘালয় রাজ্যে কততম রাষ্ট্রদিবস পালন করা হয়—
৪৮ তম
৪৫ তম
৫০ তম
৫২ তম
৮. বিশ্বের বৃহত্তম ধ্যানকেন্দ্র অবস্থিত—
হায়দ্রাবাদ
কলকাতা
চিন
পাটনা
৯. 'কাশী মহাকাল এক্সপ্রেস' মধ্যপ্রদেশ আর কোন রাজ্যের ভেতর চলবে—
কেরল
উত্তরপ্রদেশ
বিহার
পশ্চিমবঙ্গ
১০. কোভিড ১৯ এর জন্য সাবমিরাল মন্দির উৎসব যে রাজ্য থেকে বাতিল করা হয়—
কেরল
হরিয়ানা
বিহার
উড়িষ্যা
১১. বিশ্ব বইমেলা ২০২০ নয়াদিল্লিতে উদ্বোধন করেন—
রমেশ পোকরিয়াল নিশঙ্ক
কেশরী নাথ ত্রিপাঠী
রামানাথ কোবিন্দ
দ্রোপদী মুর্মু
১২. দেশের দ্বিতীয় বৃহত্তম অপারেশনাল মেট্রো প্রকল্পে পরিণত হয়েছে যে মেট্রোরেল—
নেপাল
হায়দ্রাবাদ
ভুপাল
দিল্লি
১৩. বিমানের মত তৈরি 'বায়ো ভ্যাকুয়াম টয়লেট' যুক্ত প্রথম ভারতীয় ট্রেন—
কলকাতা বিহার এক্সপ্রেস
কালকা-দিল্লি শতাব্দী এক্সপ্রেস
অমরনাথ এক্সপ্রেস
দুন এক্সপ্রেস
১৪. ভারতীয় রেলওয়ে যে ভেন্টিলেটর তৈরি করে তার নাম—
Jeevan
Avinab
Binaya
Ahamed
১৫. মা অন্নপূর্ণা' কর্মসূচী যে রাজ্য সরকার চালু করে—
মহারাষ্ট্র
আসাম
কেরল
অরুণাচলপ্রদেশ
ক্যুইজ ৫৮-এর উত্তর
১. Air India
২. সাইনা নেওয়াল
৩. ক্যাপ্টেন তানিয়া শেরগিল
৪. আদানি গ্রীন এনার্জি লিপিটেড
৫. বিহার
৬. ঝাড়খন্ড
৭. বারাণসী
৮. ব্যাঙ্গালোর
৯. কেরল
১০. উড়িষ্যা
১১. পঞ্জাব
১২. মহানদী
১৩. আসাম
১৪. নাইজেরিয়া
১৫. মধ্যপ্রদেশ
0 Comments