জ্বলদর্চি

ক্যুইজ-৬৩/ সাগর মাহাত

ক্যুইজ-৬৩/ সাগর মাহাত

১. সালোকসংশ্লেষকারী প্রধান রঞ্জক পদার্থ হল—
পাতা
মেসোফিল কলা
ইউগ্লিনা
ক্লোরোফিল

২. যে ধরনের পাতায় সালোকসংশ্লেষ কম হয়—
লম্বা পাতা
রোমযুক্ত পাতা
কুঁচকানো পাতা
খ এবং গ

৩. সালোকসংশ্লেষের গুরুত্বপূর্ণ উপাদান—
কার্বনডাই অক্সাইড
জল
সূর্যালোক
সবগুলো

৪. জীব জগতে প্রাথমিক খাদ্যের উৎস—
খাদ্য
ছত্রাক
সালোকসংশ্লেষ
শ্বাসকার্য

৫. সূর্য থেকে আগত দৃশ্যমান আলোকরশ্মি ক্লোরোফিলসহ অন্যান্য রঞ্জক পদার্থ পৃথক পৃথক ক্ষমতা অনুসারে শোষণ করে একে কী বলা হয়—
সালোকসংশ্লেষীয় বর্ণালি
সালোকসংশ্লেষীয় শ্বষণ
সালোকসংশ্লেষীয় আলো
কোনোটাই নয়

৬. সবচেয়ে ভালো সালোকসংশ্লেষ হয় যে আলোতে—
নীল
লাল
হলুদ
সবুজ

৭. সালোকসংশ্লেষ যে ধরনের প্রক্রিয়া—
জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া
জৈবিক প্রক্রিয়া
জৈব রাসায়নিক প্রক্রিয়া
রাসায়নিক প্রক্রিয়া

৮. সালোকসংশ্লেষের ধারাবাহিক বিক্রিয়াগুলি কয়টি দশার মাধ্যমে সংগঠিত হয়—
দুইটি
চারটি
তিনটি
ছয়টি

৯. সালোকসংশ্লেষের কোন দশায় অক্সিজেন নির্গত হয়—
আলোকদশা
আলোক নিরপেক্ষ দশা
অন্ধকার দশা
সবগুলো

১০. Respiration কোন শব্দ—
গ্রীক
আরবি
ইংরেজি
কোনোটাই নয়

১১. শ্বসনের সময়—
আজীবন
অসুস্থ হলে
ক ও খ
কোনোটাই নয়

১২. শ্বসন যত প্রকার—
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৬ প্রকার

১৩. শ্বাসকার্য কয়টি পর্যায় দ্বারা ঘটে থাকে—
২টি
৪টি
৩টি
৬টি

১৪. অতিরিক্ত শ্বাসঅঙ্গ দেখা যায়—
কই
মাগুর
শিঙি
সবগুলো সঠিক


১৫. যার শরীরে ট্রাকিয়া দেখা যায়—
মাছ
কুমির
মাছি
সাপ
🍂

ক্যুইজ ৬২-এর উত্তর
১. ২৪ জুলাই
২. রবীন্দ্রনাথ ঠাকুর
৩. ইন্ডিয়া
৪. সত্যজিৎ রায়
৫. অভিশ্রুতি
৬. মেঘালয়
৭. পানাজি
৮. গোয়া
৯. মদনমোহন মালব্য
১০. বাদল সরকার
১১. হিংলাজ
১২. মানিক বন্দ্যোপাধ্যায়
১৩. সারা পৌষ মাস জুড়ে
১৪. ব্যাডমিন্টন
১৫. প্যারিস

Post a Comment

0 Comments