জ্বলদর্চি

ক্যুইজ-৬৫/ সাগর মাহাত

ক্যুইজ-৬৫/ সাগর মাহাত

১. উদ্ভিদ ছাড়া আর যেখানে সালোকসংশ্লেষ হয়—
ক্লোরোফিল যুক্ত ব্যাকটিরিয়াতে
ছত্রাক
এমিস্ট্রোতে
লাইমো

২. সালোকসংশ্লেষ যে যে পদার্থ দ্বারা তৈরি হয়—
জল
কার্বন ডাই অক্সাইড
গ্লুকোজ
সব

৩. সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়—
শ্বসনে
বিপাকে
দহনে
সালোকসংশ্লেষে

৪. সালোকসংশ্লেষে অক্ষম উদ্ভিদ—
ইস্ট
লাইকোন
মস
ক্লোরেল্লা

৫. সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী—
এমিবা
ইউগ্লিনা
স্ট্রোমা
এন্টামিবা

৬. এনার্জি কারেন্সি বলা হয়—
ATP
ATT
DNA
TAT

৭. একজন সুস্থ মানুষ প্রতি মিনিটে যতবার শ্বাসকার্য চালায়—
১০-১২ বার
১২-১৪ বার
১৪-১৮ বার
১৪-১৬ বার

৮. যে প্রাণীর শ্বাসঅঙ্গ ত্বক—
জোঁক
সাপ
কেঁচো
এমিবা

৯. কোষের শক্তিঘর বলা হয়—
মাইটোকনড্রিয়াকে
জাইলেম
মেসোফিল কলা
ফ্লোয়েম

১০. যে উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়—
লবণাম্বু
গেঁও
সুন্দরী
সব

১১. শ্বসনে যে গ্যাস উৎপন্ন হয়—
কার্বন ডাই অক্সাইড
অক্সিজেন
মিথেন
সব

১২. উদ্ভিদের শ্বাসঅঙ্গ হল—
পাতা
কান্ড
পত্ররন্ধ্র
মূল

১৩. কুমিরের শ্বাসঅঙ্গ—
ফুষফুস
যকৃৎ
লিভার
ত্বর

১৪. যে ভিটামিন জলে দ্রবীভূত হয়—
ভিটামিন A
ভিটামিন B
ভিটামিন C
ভিটামিন D


১৫. ভিটামিন C এর উৎস—
লেবু
টমেটো
কমলা
সবগুলো
🍂

ক্যুইজ ৬৪-এর উত্তর
১. ফুলকা
২. পায়রা
৩. মাইটোকনড্রিয়া
৪.৪০০-৬০০ গ্রাম
৫. মাংস
৬. জে. ড্রুমন্ড
৭. ভিটামিন A
৮. ক এবং খ
৯. ভিটামিন C
১০. জগদীশচন্দ্র বসু
১১. ৮০-৯০ শতাংশ
১২. ক্লোরেলা
১৩. পাতার মেসোফিল কলা
১৪. NADP কে
১৫. ক্লোরোপ্লাস্টার স্ট্রোমায়

Post a Comment

0 Comments