জ্বলদর্চি

ক্যুইজ-৬৬/ সাগর মাহাত

ক্যুইজ-৬৬/ সাগর মাহাত

১. চন্দ্রযান-৩ লঞ্চ করা হয়েছিল—
১৪ জুলাই ২০২৩
১৫ জুলাই ২০২৩
১৬ জুলাই ২০২৩
১৭ জুলাই ২০২৩

২. ঠিক কটার সময় চন্দ্রযান-৩ লঞ্চ করা হয়েছিল—
সকাল ৮ টা
দুপুর ২ টা ৩৫ মিনিট
বিকেল ৪ টা
সন্ধ্যা ৬ টা ৪২ মিনিট

৩. যেখান থেকে চন্দ্রযান-৩ লঞ্চ করা হয়েছিল—
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে
অন্ধ্রপ্রদেশের মুল শহর থেকে
ব্যাঙ্গালোর শহর থেকে
কর্ণাটক শহর থেকে


৪. যে রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান-৩—
LMV3-M4 বা GSLV MARK 3 রকেট
LMB3 রকেট
LMV4 E রকেট
LMV5 রকেট

৫. চন্দ্রযান-৩ তে মডিউল ছিল—
৩টি
৪টি
৫টি
২টি

৬. চন্দ্রযান-৩ এর ল্যান্ডারটির নাম—
প্রজ্ঞান
বিক্রম
শিব
হরি

৭. চন্দ্রযান-৩ রোভারটির নাম—
প্রজ্ঞান
বিক্রম
সতীশ
শ্রীহরি

৮. চন্দ্রযান-৩ এর মোট ওজন—
৩৬০০ কেজি
৩৯০০ কেজি
৩৫০০ কেজি
৩৯৫০ কেজি

৯. চন্দ্রযান-৩ কোন মেরুতে অবতরন করেছিল—
উত্তর মেরু
দক্ষিণ মেরু

১০. চন্দ্রযান-৩ এর খরচ—
৬১৫ কোটি
৬১৬ কোটি
৬২১ কোটি
৭২১ কোটি

১১. চন্দ্রযান-৩ কত তারিখ চাঁদে অবতরণ করেছিল—
২০ আগস্ট ২০২৩
২২ আগস্ট ২০২৩
২৩ আগস্ট ২০২৩
২৪ আগস্ট ২০২৩

১২. ইসরোর সদর দপ্তর—
কর্ণাটক
ব্যাঙ্গালোর
মুম্বাই
দিল্লি

১৩. ল্যান্ডিং যত প্রকার হয়—
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার

১৪. চাঁদের দক্ষিণ মেরুতে যন্ত্র পাঠিয়েছে প্রথম যে দেশ—
আমেরিকা
রাশিয়া
চিন
ভারত


১৫. চাঁদে চন্দ্রযান-৩ এর অবতরণের স্থানটির নামকরণ করা হয়েছে—
দুর্গাশক্তি
রামশক্তি
বজরং শক্তি
শিবশক্তি
🍂

ক্যুইজ ৬৫-এর উত্তর
১. ক্লোরোফিল যুক্ত ব্যাকটিরিয়াতে
২. সব
৩. সালোকসংশ্লেষ
৪.ইস্ট
৫. ইউগ্লিনা
৬. ATP
৭. ১৪-১৮ বার
৮. কেঁচো
৯. মাইটোকনড্রিয়া
১০. সব
১১. কার্বনডাই অক্সাইড
১২. পত্ররন্ধ্র
১৩. ফুসফুস
১৪. ভিটামিন-C
১৫. সবগুলো

Post a Comment

0 Comments