জ্বলদর্চি

রাণীর সুখ /ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ৩৫
রাণীর সুখ

ভাস্করব্রত পতি

এক যে ছিল রাণী
তাঁর ভারী সুখ...! 
একা রাণী, হাসে রাণী, বাহা রাণী, 
রাণীর ভারী সুখ। 

সুখ কিসে হয়? 
ভাগ্যবতীর ভাগ্যগুনে শুধু নয়--
যাঁর কোঁচড়ে রাশি রাশি, 
দুষ্টু দামাল ঠাসাঠাসি, 
তাঁর নাহি ভয়। 
জেনো তাই দুঃখী নয়। 

সুখ বাড়বে কি? 
সরস বদনে রাণী ভাবে কি? 
দোষীদেরকে না দিয়ে শাস্তি... 
বুকে টেনে নিলে সোয়াস্তি, 
হবে কি? 
সুখ বাড়বে কি? 

সুখ কিসে যায়? 
বিরোধীদের আন্দোলন বড় দায়। 
ভোটের খেলায় রাজ্যের গদি... 
টালমাটাল করে যদি, 
পালটি খায়! 
তবে রাণী দুঃখ পায়। 

🍂

রাজার সুখ
সত্যজিৎ রায়

এক যে ছিল রাজা 
তার ভারী দুখ.....! 
দেখো রাজা, কাঁদে রাজা, আহা রাজা,
বেচারা রাজার ভারী দুখ।

দুঃখ কিসে হয়?
অভাগার অভাবে যেন শুধু নয়।
যার ভাণ্ডারে রাশি রাশি... 
সোনাদানা ঠাসাঠাসি, 
তারও হয়। 
জেনো সেও সুখী নয়...! 

দুঃখ যাবে কি?
বিরস বদনে রাজা ভাবে কী?
বলি, যারে তারে দিয়ে শাস্তি... 
রাজা কখনও স্বোয়াস্তি, 
পাবে কি?
দুঃখ যাবে কি?

দুঃখ কিসে যায়?
প্রাসাদেতে বন্দী রওয়া বড় দায়....! 
একবার ত্যাজিয়ে সোনার গদি... 
রাজা মাঠে নেমে যদি, 
হাওয়া খায়!
তবে রাজা শান্তি পায়।

Post a Comment

0 Comments