জ্বলদর্চি

ক্যুইজ-৬৮/ সাগর মাহাত

ক্যুইজ-৬৮/ সাগর মাহাত

১. উভয়লিঙ্গ প্রাণীটি হল—
কেঁচো
হাতি
শামুক
সাপ

২. 'আর্ক ইন্ডিকেটর' যন্ত্রের সাহায্যে যা জানা যায়—
উদ্ভিদের বৃদ্ধি
উদ্ভিদের চলন
উদ্ভিদের গমন
বায়ুর আদ্রতা

৩. যৌন জনন কোষের একক—
স্পিলাইজ
গ্যামেট
অক্সিন
হাইমা


৪. যে বিজ্ঞানে বংশগতি নিয়ে আলোচনা করা হয়—
ফ্রনেটিক্স
জেনেটিক্স
পলেটিক্স
লাইবোনিজ

৫. গ্রেগর জোহান মেন্ডেল কীসের জনক—
বংশগতির
ভাইরাস
জেনেটিক্স
ভিটামিন

৬. 'পৃথিকীভবন সূত্র' মেন্ডেলের যত নম্বর সূত্র—
প্রথম
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ

৭. বংশগতির একক—
DNA
PNA
THP
জিন

৮. বংশগতির ধারক ও বাহক—
DNA
STH
GH
জিন

৯. মাছ ও উভচর প্রাণীর মধ্যে সংযোগ রক্ষা করে এমন একটি প্রাণী হল—
স্কেনোডোন
আরকিওপটেরিক্স
তিমি
লাঙফিস

১০. যে অঙ্গটি লুপ্তপ্রায়—
লেজ
এপেনডিক্স
পেরিপেটাস
সবকটি

১১. 'হুগো দ্য ভ্রিস' তত্ত্বের প্রবক্তা—
মিউটেশন
সিসমোগ্রাফিক
বংশগতি
কোনোটাই নয়

১২. সম্পূর্ণ জলে নিমজ্জিত উদ্ভিদের নাম—
পদ্ম
হাইড্রিলা
ঝাঁঝি
খ ও গ

১৩. একটি গৌণ খেচর প্রাণী হল—
উড়ুক্কু মাছ
তিমি মাছ
তিমি পুঁটি মাছ
শিঙি মাছ

১৪. যে প্রাণীর দেহে বায়ুথলি দেখা যায়—
পায়রা
হরিণ
বাঘ
হাতি


১৫. শ্বাসমূল দেখা যায় যে গাছে—
সুন্দরী
মেহগনি
নিম
বাঁশ
🍂

ক্যুইজ ৬৭-এর উত্তর
১. সবকটি সঠিক
২. ত্বক
৩. রড কোষ
৪. প্রভুগ্রন্থি
৫. মধুমেহ
৬. অক্সিন
৭. থাইরক্সিন
৮. অগ্ন্যাশয়
৯. শরকরা
১০. নিউক্লিয়াস
১১. ২৩
১২. DNA
১৩. মৌমাছি
১৪. স্পাইরোগাইরা
১৫. গ্যামেট

Post a Comment

0 Comments