জ্বলদর্চি

ক্যুইজ-৬৯/ সাগর মাহাত

ক্যুইজ-৬৯/ সাগর মাহাত

১. করম পরব এ যে গাছের পুজো করা হয়—
আম
জাম
করম
কেঁদ

২. রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষনের জন্য পশ্চিমবঙ্গের যে অঞ্চলটি বিখ্যাত—
সুন্দরবন
পুরুলিয়া
কলকাতা
কাকদ্বীপ

৩. পলাশ দেখা যায়—
পূর্ব মেদিনীপুর
কলকাতা
পুরুলিয়া
বর্ধমান


৪. ব্যাকটিরিয়া বাস্তুতন্ত্রে যে ভূমিকা পালন করে তা হল—
সংযোজক
বিয়োজক
পরিবর্তন
কোনোটাই না

৫. ভারতের একটি লুপ্তপ্রায় প্রাণীর নাম—
সিংহ
হরিণ
সাপ
ছাগল

৬. গুটি বসন্ত হয় যে ভাইরাসটির জন্য—
ভ্যারিওলা
HIV
পোলিওমাইলিটিস
ভ্যারিসেলা

৭. ব্যাকটিরিয়া শব্দটির প্রবর্তন করেন—
এহরেন বার্গ
কোলবার্গ
জগদীশ গুপ্ত
কেউ না

৮. অক্সিন শব্দটি এসেছে—
অক্সেইন
Koryon
Prokearyotic
Eukaryotic

৯. সেবেসিয়ানগ্রন্থি অবস্থিত—
যকৃৎ
চোখ
ত্বক
কানে

১০. মাছের বিশেষ জ্ঞানেন্দ্রিয়টি হল—
পার্শ্বরেখা
ফুলকা
ফুসফুস
পাখনা

১১. মেটেনকেফানের প্রধান অংশ—
গুরুমস্তিষ্ক
লঘুমস্তিষ্ক
প্রভুগ্রন্থি
কোনটাই না

১২. মস্তিষ্কের দ্বিতীয় বৃহত্তম অংশ—
গুরুমস্তিষ্ক
সেরিব্রামের পর
ক ও খ
ক ঠিক, খ ভুল

১৩. মানুষের দেহে স্পাইনাল নার্ভাস এর সংখ্যা—
২৩ জোড়া
৩১ জোড়া
৪৬ জোড়া
৩৩ জোড়া

১৪. নিউরোন কটি অংশ নিয়ে গঠিত—
৩টি
৫টি
৪টি
৬টি


১৫. ক্রিকেট এশিয়া কাপ ২০২৩ এ বিজেতা দল হল—
বাংলাদেশ
ভারত
শ্রীলঙ্কা
পাকিস্তান
🍂

ক্যুইজ ৬৮-এর উত্তর
১. কেঁচো
২. উদ্ভিদের বৃদ্ধি
৩. গ্যামেট
৪. জেনেটিক্স
৫. জেনেটিক্স
৬. প্রথম সূত্র
৭. জিন
৮. DNA
৯. লাঙফিস
১০. এপেনডিক্স
১১. মিঊটেশন
১২. খ ও গ
১৩. উড়ুক্কু মাছ
১৪. পায়রা
১৫. সুন্দরী

Post a Comment

0 Comments