জ্বলদর্চি

ক্যুইজ-৭৫/ সাগর মাহাত

ক্যুইজ-৭৫/ সাগর মাহাত

১. প্রথম আত্মজীবনী রচনা করেছিলেন—
দেবেন্দ্রনাথ ঠাকুর
রাসসুন্দরী দেবী
রবীন্দ্রনাথ ঠাকুর
শরৎচন্দ্র  চট্টোপাধ্যায়

২. বেগুনকোদর স্টেশনটি যে জেলাতে অবস্থিত—
ঝাঁড়গা
বাঁকুড়া
পুরুলিয়া
পশ্চিম মেদিনীপুর


৩. অহিরা গীত গাওয়া হয়—
টুসু পরবে
মকর পরবে
ভাদু পরবে
বাঁদনা পরবে


৪. অরণ্যসুন্দরী যে জেলাকে বলা হয়—
ঝাঁড়গ্রাম
পশ্চিম মেদিনীপুর
বাঁকুড়া
পুরুলিয়া


৫. ডাউকি নদী যে রাজ্যে অবস্থিত—
আসাম
মেঘালয়
মণিপুর
ঝাড়খণ্ড

৬. শ্রীকান্ত উপন্যাসটির রচয়িতা—
তারানাথ বন্দ্যোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর

৭. মুকুটমণিপুর ড্যামটি অবস্থিত—
বাঁকুড়াতে
পুরুলিয়াতে
ঝাড়খণ্ডে
পুরুলিয়াতে

৮. অযোধ্যা পাহাড় অবস্থিত—
পূর্ব মেদিনীপুর
আসানশোল
পুরুলিয়া
বাঁকুড়া

৯. ফেলুদা চরিত্রটির সৃষ্টি—
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সত্যজিৎ রায়
তারানাথ বন্দ্যোপাধ্যায়
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

১০. চিলকিগড় মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে যে নদী—
কংসাবতী
সুবর্ণরেখা
ডুলুং
শিলাই

🍂
ক্যুইজ ৭৪-এর উত্তর
১. ৫ কোটি
২. ৮০ কোটি
৩. কুফিয়ার
৪. ৬৬%
৫. আর্টলান্টিক মহাসাগর
৬. নীলাভ
৭. ৩ প্রকার
৮. বনের
৯. ধ্রিয়ান
১০. ডবসন
১১. প্রাইমাটা
১২. ১০০ বার
১৩. লাভাং
১৪. ডারউইন
১৫. ১৯৯৬

Post a Comment

0 Comments