জ্বলদর্চি

ক্যুইজ-৭১/ সাগর মাহাত

ক্যুইজ-৭১/ সাগর মাহাত

১. জীবমন্ডলকে ভাগ করা হয়—
৩ টি
৫টি
৪ টি
৬ টি

২. মৃতজীবীর উদাহরণ—
সাপ
মাছ
ছত্রাক
সবুজউদ্ভিদ


৩. 'আরণ্যক' উপন্যাসটি যার লেখা—
সুকুমার রায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
রাসসুন্দরী দেবী


৪. ইউম্যান ইকোলজির প্রথম ধারণা দেন—
বায়রণ
নার্পেস
উইলিয়াম
ব্যারো

৫. ব্যাকটেরিয়া ও ছত্রাক হল—
পরভোজী
বিয়োজক
জীবভর
লকোইট

৬. বাস্তুবিদ্যার জনক—
বায়রণ
স্কট
হেকেল
উইলিয়াম

৭. নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলের ঘুর্ণিঝড়ের কেন্দ্র বিন্দুটির নাম—
চক্ষু
নাসিকা
কর্ণ
ত্বক

৮. জীবের বসবাসের পরিমাণ একেবারে নেই —
জলাশয়ে
সমুদ্রের গভীরতম
পাহাড়ে
স্থলভাগে

৯. কেমোসিন্থোটিক ব্যাকটেরিয়া—
বিয়োজক
জীবভর
স্বভোজী
পরভোজী

১০. বিয়োজক জীবের অবস্থান—
বায়ুমন্ডলে
মৃত্তিকায়
জলের মধ্যে
বাতাসে

১১. প্রথম প্রাণের সূত্রপাত ঘটে—
শৈবাল
বানর
এমিবা
ছত্রাক

১২. প্রথম বাস্তুতন্ত্র শব্দটি ব্যবহার করেন—
এ.জি. ট্যাসলে
মিলটন
বায়রণ
নিউটন

১৩. সেরিকালচার হল—
আফিম চাষ
কফি চাষ
নিউটন
মিলটন

১৪. স্থলজ বায়োমের প্রকারভেদ—
৪ প্রকার
৬ প্রকার
৫ প্রকার
৭ প্রকার


১৫. ইকোলজি শব্দের ব্যবহার—
বায়রণ
রেইটার
নিউটন
ইলিয়ট

🍂

ক্যুইজ ৭০-এর উত্তর
১. সর্পগন্ধা
২. ক্যাপসুল
৩. ধুতরো
৪. যন্ত্রণা উপশম
৫. কুইনাইন
৬. সবগুলো
৭. সবগুলো
৮. আমড়া
৯. পেয়ারা
১০. ৩ প্রকার
১১. কেঁচো
১২. এমিবা
১৩. ক্রিপিং
১৪. মাংসলপদ
১৫. তারামাছ

Post a Comment

0 Comments