জ্বলদর্চি

সুব্রত দাস ও শম্ভুনাথ শাসমল-এর কবিতা

সুব্রত দাস ও শম্ভুনাথ শাসমল-এর কবিতা 

নুতন জন্ম
সুব্রত দাস

 শব্দেরা ভাঙতে ভাঙতে হারিয়ে যায়, ঠিক যে ভাবে কিছু কিছু তারা হারিয়ে যায় 
যার পুনরাবৃত্তি আর ঘটে না। 
কিন্তু মনীষীরা তো হারায় না,
তাঁরা যুগ পর্যায়ে বেঁচে থাকেন তাদের কর্মে।
শব্দের নুতন সৃষ্টি হয়, নুতন শব্দ দিয়ে হয় নুতন সাহিত্য, নুতন কবিতা, কিন্তু কি অদ্ভুত -
মনীষীদের পুনর্জন্ম আর হয় না।
মানুষের কিন্তু নুতন জন্ম হয়-
ঐ যে দস্যু রত্নাকর যেমন বাল্মিকী মুনি হয়ে গেল, 
একটা মানুষ যখন তার লোভ হিংসা ক্রোধ দ্বেষ মোহ মায়া লালসা ত্যাগ করে প্রেম পরিধান করে, মননে পবিত্র হয়ে ওঠে, 
যখন মানুষ তার ঐ সব পুরাতন মনুষ্যত্ব ত্যাগ করে আসল মনুষ্যত্বে প্রকাশিত হয় তখনই মানুষের নুতন জন্ম হয়।
কারণ মানুষ তো আর দ্বিতীয়বার মাতৃ গর্ভে প্রবেশ করে জন্মাতে পারে না।।
🍂

অশ্রুহীন কান্না
শম্ভুনাথ শাসমল

অশ্রুহীন কান্নার কোন দাগ থাকে না
শুধু অন্তরটা ঝাঁঝরা হতে থাকে
শেষ নিঃশ্বাসটা বেরিয়ে গেলেই
হয়তো চোখের জলে বান ডাকবে।

জীবনটা সাজিয়ে গুছিয়ে নেওয়ার
সময় ছিল অনেক ... 
কিছু কর্তব্য কিছু দম্ভ কিছু খেয়ালিপনায়
অবসর হয়নি জীবন গাছটায় জল দেওয়ার।

অথচ কী অফুরন্ত প্রাণশক্তিতে
ভরপুর ছিল গাছটা
স্নেহ সোহাগের আশায় তার পাতাগুলোকে
মেলে ধরেছিল তোমারই সামনে।

তোমার পরোপকারে অন্যের বাগান কুসুমিত
খেয়াল-ই  করনি কখন হলুদ হয়ে গেছে
নিজের গাছের পাতাগুলো
এখন বৃথাই শুধু শুকনো গাছে জল ঢালা।

সংগ্রহ করতে পারেন। হোয়াটসঅ্যাপ -৯৭৩২৫৩৪৪৮৪

Post a Comment

0 Comments