ক্যুইজ-৭৮/ সাগর মাহাত
১. ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ কোন দেশ আয়োজন করেছে—
অস্ট্রেলিয়া
ভারত
দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশ
২. ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ভারতীয় টিমের অধিনায়ক—
বিরাট কোহলি
লোকেশ রাহুল
রোহিত শর্মা
জাদেজা
৩. ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ফাইনাল খেলা যে নদীর তীরে হবে—
গঙ্গা
সবরমতী
মেঘনা
যমুনা
৪. ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ফাইনাল উঠা দুই টিম হল—
ইন্ডিয়া-দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশ-শ্রীলঙ্কা
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া
ইন্ডিয়া-অস্ট্রেলিয়া
৫. ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দলের তিন নং এ ব্যাটস করতে নামা প্লেয়ার হল—
শ্রেয়স
বিরাট
জাদেজা
রাহুল
৬. ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ভারতের সঙ্গে সেমিফাইনাল হয় যে দলের—
বাংলাদেশ
পাকিস্তান
নিউজিল্যান্ড
দক্ষিণ আফ্রিকা
৭. সেমিফাইনাল ম্যাচ পর্যন্ত ভারতীয় যে প্লেয়ারের রান সব থেকে বেশি—
রোহিত শর্মা
লোকেশ রাহুল
বিরাট কোহলি
গিল
৮. odi বিরাটের কত তম সেঞ্চুরি—
৪৭
৪৮
৪৯
৫০
৯. মহম্মদ শামী এই বিশ্বকাপে কত নং ম্যাচ থেকে সুযোগ পান—
৪ নং
৫ নং
৬ নং
৭ নং
১০. এই বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়—
১৫ নভেম্বর
১৬ নভেম্বর
১৭ নভেম্বর
১৮ নভেম্বর
🍂
ক্যুইজ ৭৭-এর উত্তর
১. ১২ টি
২. ২৮ টি
৩. ডিবগয়
৪. ঝরিয়া
৫. রিও ডি লা প্লাটা
৬. আন্ডিজ
৭. ০.০৩ %
৮. স্যাঁতস্যাঁতে
৯. দক্ষিণ ২৪ পরগণা
১০. ব্যাঙ্গালুরু
0 Comments