জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /সালেহা খাতুন

গুচ্ছ কবিতা

সালেহা খাতুন


ডিসেম্বরের দিনগুলি


এবার থেকে প্রতি ডিসেম্বরে
একটি করে সন্তান প্রসবের
বাসনা নিয়ে মস্তিষ্কের জরায়ুতে
 কবিতা ভ্রুণ জমাতে থাকি।

শুক্রাণু ডিম্বাণু নয় 
নিষেক ঘটে মন ও মননের।
কাব্যরসিক নেননি সিজারের ভার 
প্রকাশকের কাছেই তাই করি দরবার।


ডিসেম্বরকে বেঁধে রেখেছি
টিউটোরিয়াল আর এণ্ড সেমে।
নতুন অভিধান করেছি নির্মাণ
সিলভিয়া প্লাথকে চেনেনা 
যে সিলভিয়া বর্মন তাকে 
খুলে দিয়েছি উইকিপিডিয়া,
চিনে নাও কবিকে।

সোহিনী জানে না ল্যাবরেটরি 
নন্দিনীও খোলেনি রক্তকরবী।
তবে বুরুলুকুই পাথরের ফুল 
আর শবনম জানে শিশিরকে।

ব্রকোলি কেটে সেদ্ধ করি 
মস্তিষ্কে বাজে সানাই।
বাইরে তখন শীতের বাজার
পিকনিকে ছুটছে সবাই।

কবি মগ্ন প্রুফসংশোধনে
কালো অক্ষরে লাল কালি 
সামনে ক্রমে আসছে চলে
বারুদ বেহালা এবং বেলী।


মঞ্চে নয় মাটিতে থাকেন যাঁরা 
দিনরাত এক করে মঞ্চ বাঁধেন তাঁরা।
বক্তা যখন জ্ঞানের ভাণ্ডার উপুড় করে দেন
শ্রোতা কোথায়? চারিদিকে শূন্য চেয়ার রয়।
শব্দদূষণ ঘটান তিনি চিল চিৎকারে। 
একই চিত্র গ্রাম এবং নগরে।

Post a Comment

0 Comments