জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /রাহুল পাত্র

গুচ্ছ কবিতা 
রাহুল পাত্র


শীত এসেছে

শীত এসেছে গ্রামের দ্বারে
এনেছে পিঠে-পুলি
হরেক রকম ফুলের বাহার
দুহাত ভরে তুলি।

সুনীল আকাশে মেঘের ভেলা
ফিরছে আপন দেশে
সোয়েটার পরা লোকেদের আজ
দেখছি নতুন বেশে।

শিশিরে ভিজে গাছের পাতা
আর সবুজ কচি ঘাস
সূর্যদেবের করুণ আলো
প্রাণে জাগায় উচ্ছ্বাস।

শালিক, ময়না ডাকছে এখন
নতুন গানের সুরে
কুয়াশায় মোড়া পেয়ারা গাছ
রয়েছে বহু দূরে।

স্নানের পর ছাদের ধারে
লুকিয়ে আঁচার খাওয়া
শীত এসেছে গ্রামের দ্বারে
এনেছে উত্তুরে হাওয়া।।

 রথযাত্রা

আষাঢ় মাসের ভেজা পথে
আসেন প্রভু সোনার রথে
ফুল, চন্দনের সমাগমে
শান্তির বাণী ছড়ায় মনে।

সারা রাতব্যাপী মেলায় ঘুরি
সঙ্গে রয়েছে মসলা মুড়ি
বন্ধু হতে চাও যদি!
চলে এসো তাড়াতাড়ি।

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে
প্রভুর মুখ দাঁড়ায় হেসে
ভক্তের ভগবান তুমি
পূজিত হও দেশ-বিদেশে।

লেখাপড়া প্রায় বন্ধ থাকে
শুধু নাগরদোলায় মজা
ফুচকা, আইসক্রিমের পাশাপাশি
খাবো হরি ময়রার গজা।

সাতটি দিন কাটিয়ে ঠাকুর
ফিরছেন নিজের ঘরে
কিন্তু, লক্ষী দেবীর দাপটে
প্রভুর মন-টা কেবল ডরে।

বছর পরে আবার তোমায়
দেখার সুযোগ হবে
বলরাম দাদা, সুভদ্রা বোন
তাঁরাও সঙ্গে  রবে।।


আগুন দাম

সকালবেলা খোশ মেজাজে
করতে গেছি বাজার-হাট
সবজির আজ দামটা শুনে
পড়লো আমার মাথায় হাত।

মন্টু কাকু রেগে গিয়ে
হাঁকছে বেগুন কিলো কুড়ি
তাই তো কেউ যায় না কাছে
পড়েই আছে ঝুড়ি-ঝুড়ি।

পটল ভায়া বাজারে নেই
আর কমেনি আলুর দাম
কেনা-বেচা নিয়ে ঝগড়া করে
ঝরছে সবার ঘাম।

একশো আদা তিরিশ টাকা
হলে কি আর চলে?
বিকেলের চা খাওয়াটাও
যাবে বানের জলে।

কলমি শাকের আঁটিটা নিয়েই
ফিরতে হলো শেষে
জিনিস পাতির আগুন দাম
শুধু কী এই দেশে??


 উদ্ভট স্বপ্ন 

পুকুর পাড়ের তাল গাছেতে
বসে আছে এক ছাগল
খরগোশেরা ব্যস্ত ভীষণ
করছে মাঠে লাঙ্গল।

সেসব দেখি অবাক হয়ে
বাঘের কাছে বসে
দিনের বেলায় চাঁদ উঠেছে
আপন মনে হেসে।

হাতির বাড়ি ঝাঁট দিচ্ছে
তিনটি ভেড়ার দল
জল খেতে চন্দনা আজ
নিজেই খুলছে কল।

আসলে আমি ঘুমের দেশে
দেখছিলাম এই ঘটনা
বাস্তবে যখন চোখ মেলি
কোন কিছুই সত্যি না।।

ধর্ম বিরোধ

ধর্ম নিয়ে মানুষে মানুষে
এত বিভেদ কেন করো?
সব ধর্ম-ই যে সুমহান
এটা তো মানতেই পারো।

আমার ধর্মে আমি থাকবো
তুমি তোমার মত নিয়ে থাকো
আমি আমার পথেই চলবো
তুমি কেন তাতে নাক রাখো?

আমার প্রভু যিনি শ্রী রাম
তোমার কাছে সেই তো রহিম
আমরা সবাই তাঁরই সন্তান
ঈশ্বর তিনি মহামহিম।

এই কথাটা মেনে নিও
আমরা সবাই ভাই-ভাই
খ্রিষ্ট, হিন্দু মুসলমান
মোদের কোনো বিভেদ নাই।।

Post a Comment

0 Comments