জ্বলদর্চি

এক গুচ্ছ কবিতা/পরাগ কান্তি দত্ত

 

এক গুচ্ছ কবিতা
পরাগ কান্তি দত্ত


শরৎ

বিদায় নিল বর্ষা যখন
  বললে এবার আসি,
হাজির হল শরৎ ঋতু
  গাল ভরা হাসি।
নীল আকাশে উঠল ভেসে
  সাদা মেঘের ভেলা
হাসনুহানা শিউলি টগর
   ফুটল হেসে মেলা।
চারিদিকে কাশের বাহার
   হাওয়ার তালে দোলে
বকের সারি নীল আকাশে
   উছে মেঘের কোলে।
গায়ছে ভ্রমর গুনগুনিয়ে
   আগমনীর গান
মা আসছেন ছারিদিকে
    খুশির কলতান।



বই

নতুন বছর নতুন বইয়ের
    নতুন ভালবাসা,
মনের মাঝে স্বপ্ন জাগে
   নতুন নতুন আশা।
নতুন বছর নতুন শ্রেনী
  পেলাম নতুন বই,
তার সাথে যে পোলাম আমি
    নতুন নতুন সই।
নতুন বই নতুন স্যার
   নতুন আশা নিয়ে,
করছি মোর লেখাপড়া
   ভালবাসা দিয়ে।
বই পড়ে মোরা মানুষ হব
   করব দেশের সেবা,
তাই বলি ভাই পড় ভাল বই
   যদি হতে চাও সেরা।



মহানায়ক

বাংলা সিনেমায় নব কলেবর
   তোমার আর্বিভাবে,
অভিনয় করে দুনিয়া মাতালে
  স্নিগ্ধ মধুর স্বভাবে।
মোহিত করেছ অভিনয়ে তুমি
   বিষ্মিত মোরা দেখে,
দেখিনি এমন অভিনয় আগে
    অবাক হয়েছি ভেবে।
স্যাটা বোস নামে দুনিয়া ভরালে
  অগ্নীশ্বর নামে ডাক্তার,
রাজা থেকে তুমি সন্ন্যাসী হলে
   কালো কোট পরে মোক্তার।
আজ তমি নেই রেখে গেছ সব
  বিরল বাংলা সিনেমা
বারবার দেখে সাধ নাহি মেটে
  এমন সিনেমা হবে না।


বন্ধু

সুনীল আকাশ শ্যামল কানন
    বন্ধু সাগর জল,
ভোরের আলো পাখীর কূজন
      বন্ধু শতদল।
প্রভাত রবি বন্ধু আমার
    বন্ধু রাতের চাঁদ,
মিটমিটিয়ে তারার আলো
    ভাঙায় খুশির বাঁধ।
রঙিন রঙিন প্রজাপতি
    সেও আমার  সই,
অঝোর ঝরে শ্রাবন ধারা
   বন্ধু তারেও কই ।
নদীর ধারা দখিন হাওয়া
     শিশুর কলরব,
ফুল পাখী ঝরনা ধারা
     বন্ধু আমার সধ।


  
নারী

প্রসব বেদনা জয় করে তুমি
    দিলে কালজয়ী সন্তান,
কীর্তি তাদের ধরার মাঝারে
      অক্ষয়  অম্নান।
অপরূপা তুমি শতরূপা হয়ে
    কখন হয়েছ জননী,
লড়াই করেছ তলোয়ার হাতে
    রক্ষা করিতে ধরনী।
বধূবেশে তুমি খুশিতে ভরালে
    আপন করলে পরকে,
ভালবাসা দিয়ে কাছে টেনে নিলে
  বড় মেজ ছোট  সবকে।
তোমার সেবায় প্রান ফিরে পায়
   শিশু থেকে অতি বৃদ্ধ,
অপ্সরী রূপে মাতালে স্বর্গ
     দেবতারা দেখে মুগ্ধ।
মঙ্গল চেয়ে ভাই ফোঁটা দিলে
    শুভ্র নতূন বসনে,
রাখি বেঁধে তুমি করিলে আপন
    বসিয়ে ভায়ের আসনে।
মহিমা তোমার জগত মাঝারে
   অক্ষয় অবিনশ্বর,
যুগে যুগে তুমি খুশি মনে থেক
    মম প্রার্থনা ঈশ্বর।

Post a Comment

1 Comments