১. 'গীতা'-তে মোট শ্লোক রয়েছে—
৬০০ টি
৭০০ টি
৮০০ টি
৮৫০ টি
২. 'গীতা' হল—
শিবের মুখনিঃসৃত বাণী
ব্রহ্মার মুখনিঃসৃত বাণী
কৃষ্ণের মুখনিঃসৃত বাণী
সূর্যের মুখনিঃসৃত বাণী
৩. 'গীতা'-তে মোট অধ্যায় রয়েছে—
১৭ টি
১৮ টি
১৯ টি
২০ টি
৪. গীতা' যে ছন্দে রচিত—
অনুষ্টুপ
ত্রিষ্টুপ
দলবৃত্ত ছন্দ
অক্ষরবৃত্ত ছন্দ
৫. 'গীতা'-তে প্রতিটি অধ্যায়ের শেষে যুক্ত রয়েছে—
যোগ
ভাগ
গুণ
বিয়োগ
৬. গীতার সারাংশ বলা হয় যে অধ্যায়টিকে—
সাংখ্যযোগ
কর্মযোগ
জ্ঞান-বিজ্ঞান যোগ
বিভূতিযোগ
৭. গীতার শেষ অধ্যায়ের নাম—
অর্জুন বিষাদ যোগ
মৌক্ষ সন্ন্যাস যোগ
পুরুষোত্তমযোগ
ভক্তিযোগ
৮. গীতা হল—
বিজ্ঞান গ্রন্থ
দার্শনিক গ্রন্থ
রূপকথা গল্প
হস্তশিল্প গ্রন্থ
৯. যথেচ্ছসি তথা কুরু'—কথাটির অর্থ—
যথা ইচ্ছে যাও
যা ইচ্ছে হয় তাই করো
যথেষ্ট বেড়াও
বেশি খেয়ো না
১০. 'রুচুক না রুচুক খাও তিতা, বোঝ না বোঝ পড় গীতা'—প্রবাদটি চালু রয়েছে—
ওড়িশাতে
পশ্চিমবঙ্গে
উত্তরপ্রদেশে
দিল্লিতে
🍂
ক্যুইজ ৮৪-এর উত্তর
১. কৈলাস শাংখলা
২. হুমায়ুন আজাদ
৩. আর্য
৪. ১৭৯২ সাল
৫. কোল
৬. ১৮৩২ সালে
৭. রাঁচি
৮. রাঁচি
৯. বরাভূম
১০. ২০১৭ সালে
0 Comments