প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি
আমি নিশ্চিত জানি আজকাল তুমি আর আমায় ছেড়ে থাকতেই পারবে না, থাকলেও বড়োজোর দু’চার দিন-তারপরেই আমার জন্য তোমার মন খারাপ করবে, আমার জন্য ব্যাকুলতায় অধীর হবে, আমাকে দেখার জন্য ছুটে আসবে – সব ফেলে আমার সামনে এসে দাঁড়াবে। কারণ এর নাম যে ভালোবাসা, বুকের মধ্যে ভালোবাসা জমলে এমনটা হয়; যতই ভুলে থাকার চেষ্টা করো না কেন ভুলে থাকতে পারবে না, আমার কথা তোমার মনের মধ্যে উদয় হবেই আমাকে নিয়ে স্বপ্নের জাল বুনবেই। তোমাকে ভালোবেসে আমার যেমনটা হচ্ছে আমি নিশ্চিত তোমার মধ্যেও ঠিক তাই তাই হবে–নইলে ভালোবাসার কোনো মূল্যই থাকবে না পৃথিবীতে।
আমার পাশে পাশেই রবে চিরকাল এই অঙ্গীকার যেদিন করলে তুমি সেদিন থেকেই তোমাকে অন্যচোখে দেখে এসেছি আমি, আমার ভালোবাসাকে তোমার হৃদয়ের সাথে মিলিয়ে দেবার চেষ্টা করেছি, আর পাঁচজনের থেকে আলাদা করে রেখেছি তোমাকে। আলাদা করে তোমার কথা ভাবি, স্বপ্নবাসর সাজাই, এমন ভাবনা ভাবি যা হয়তো কাউকে কখনো নিয়ে এমন করে ভাবিনি। তুমি শুনলে অবাক হবে – তোমার ভাবনা ভাবতে ভাবতে এমনভাবে ভাবনার সমুদ্রে হারিয়ে গেছি যে নাওয়া-খাওয়া পর্যন্ত ভুলেছি, সময়ের পর সময় কখন পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। আমার বারে বারে মনে হয়েছে তুমি যদি আমার পাশে চিরটাকাল থাকতে পারো, আমি কেন পারব না তোমার সাথে থাকতে আজীবনকাল?
আমি বুঝিয়ে দিতে চাই – আমিও পারি তোমার মতো করে ভালোবাসতে, তোমার মতো করে প্রেমের সাগরে ভাসতে। আর দু:খ নয়, কান্না-হাহাকার নয়- এসো, সব ব্যথাকে জয় করে নতুন করে বাঁচি, নতুন স্বপ্নে বিভোর হই। তোমার যা কিছু ভালো, আমার যা কিছু ভালো সবকে একত্র করে জীবনের জয়গান গাই। তুমি আমার দু:খে পাশে দাঁড়াবে, সুখে আমার পাশে দাঁড়াবে, তোমার অবিরত ভালোবাসার অমিয় ধারায় স্নাত হয়ে আমি সেই আনন্দ জগতের পথে হাঁটতে চাই যা আমায় তৃপ্তি দেবে, অনাবিল শান্তি-আরাম দেবে। তুমি আমায় নিবিড় আরও নিবিড়ভাবে ভালোবাসবে, আমৃত্যু তোমার ভালোবাসা পেতে চাই, আমিও তোমায় দিতে চাই চির অমৃতময় ভালোবাসা। তোমার ভালোবাসা সাগরের উত্তাল ঢেউ-সেই ঢেউয়ের দোলায় আমি অবিরাম সাঁতার কাটতে চেয়েছি, তোমার ভালোবাসা শিশিরসিক্ত মিষ্টি গোলাপ-আমি তার সুঘ্রাণে ভ্রমরের মতো মাতাল হতে চেয়েছি, তোমার ভালোবাসা সকালের সোনা-মাখা রোদ-আমি সেই সোনালি রোদের ছটায় ঝলমলে হতে চেয়েছি, তোমার ভালোবাসা বৃষ্টিভেজা রাতআমি সেই রাতের গল্প হতে চেয়েছি, তোমার ভালোবাসা মিষ্টি এক কবিতা-আমি সেই কবিতার আখর হতে চেয়েছি। তোমার ভালোবাসা ছুটে চলা পাহাড়ি ঝরণা-আমি সেই ঝরণাধারায় বেগবতী-চঞ্চলা হতে চেয়েছি। তোমার ভালোবাসা তারা ফোটা সন্ধ্যার মেঘমালা-আমি সেই মেঘের রঙ হতে চেয়েছি, তোমার ভালোবাসা একরাশ সুখস্বপ্ন আমি সেই স্বপ্নের প্রেয়সী হতে চেয়েছি, তোমার ভালোবাসা বালুকাবেলায় পড়ে থাকা এক ঝিনুক-আমি সেই ঝিনুকের মুক্তো হতে চেয়েছি; সব কথার শেষ কথা-আমি তোমার ভালোবাসা নিয়ে আমার বুকের সবটুকু ভালোবাসা তোমাকেই ঢেলে দিতে চেয়েছি।
আনন্দ প্রভাত আমার দ্বারে এসে কড়া নেড়েছিল, আমার মন চেয়েছিল তোমাকে সাদরে বরণ করার, প্রস্তুতও ছিলাম আমি;কিন্তু পারিনি, জোর করে মনের দরজা বন্ধ করে তোমাকে ফেরত্ পাঠিয়েছি, আমার ঘরে তাকে ঢুকতে দিই নি। বুকের কষ্ট বুকে চেপে রেখে সেই মধুর প্রভাত ফিরে গেল, যাবার সময় স্পষ্ট দেখলাম তোমার মুখটা ভয়ঙ্করভাবে কালো হয়ে গেছে! কষ্ট আমারও হচ্ছিল, কিন্তু আমার করার কিছু ছিল না। আনন্দ প্রভাত দুখের বেদনায় মলিন হ’ল।
প্রশ্ন করেছো তুমি আমার কে হও? উত্তরটা শোনো তবে-তুমি আমার অনেক প্রেমের প্রেম, অনেক ভালোবাসার ভালোবাসা, অনেক গানের গান, অনেক সুরের সুর, অনেক ছন্দের ছন্দ। তুমি আমার অনেক খুশির খুশি, অনেক আনন্দের আনন্দ, অনেক রঙের রঙ, অনেক আলোর আলো, অনেক ধনের ধন। তুমি আমার বুকের গভীরে আছো, প্রাণের মাঝে আছো, হৃদয়ের অলিন্দেআছো – নয়নজুড়ে আছো। তুমি আমার অনেক স্বপ্নের স্বপ্ন, অনেক আশার আশা, অনেক ভাষার ভাষা, অনেক কথার কথা-তুমি আমার লাখো কবিতার কবিতা, লাখো গল্পের গল্প, ফুলের অনেক সুরভি ঢেলে মনের গভীরে বেঁধে আছো বাসা।
🍂
6th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity
Translated
By
Chandan Bhattacharya
I am sure that you will not be able to leave me nowadays, but for two or four days afterwards, you will feel sorry for me, anxious for me, rushed to see me - leaving everything behind. Because its name is that of love, love is found in the breast; As much as you try not to forget, you can never forget, my words will rise in your mind, and you will dream about me. I love you as much as I am sure you will too - otherwise love will have no value in the world.
Ever since you made this commitment to Rabe by my side, I have seen you since the day I tried to reconcile my love with your heart, and set you apart from the five. Think differently about you, decorate your dream home, think of things you might never have thought of. You will be surprised to hear - I am lost in the sea of thinking that I have forgotten to eat and drink, I have not realized when the time has passed. I have repeatedly thought that if you could stay with me forever, why can't I stay with you for a lifetime?
I want to explain - I can love you like you, like you, float in the ocean of love. No more grief, not crying - come on, conquer all the pain and live a new life, get bored with new dreams. Whatever is good for you, I combine all my good things into life. You will stand beside me in sadness, will stand beside me happily, graduating in the ever-flowing Amia stream of your continued love, I want to walk in the path of happiness that will give me satisfaction, peace and comfort. You will love me even more deeply, I want to receive your love for death, I also want to give you immortal love. Your love is the wave of the sea - The waves of the waves I love to swim endlessly, Your love is the sweet roses of the dew - I want to be drunk like a wolf in her aroma, Your love is the gold-plated sunshine-I love that golden sunshine, The rain shines on you. Night I wanted to be the story of that night, your love is a sweet poem - I wanted to be the end of that poem. The mountain fountain that you love runs away - I wanted to be Begavati-chanchala in that fountain. Your love They are the clouds of the twilight evening — I want to be the color of that cloud, Your love is a nightmare I want to be a lover of that dream, Your love is an oyster lying in the sand — I want to be the oyster; The last words of all - I wanted to pour all the love of my heart over you for your love.
The morning of joy came to my door, and I was ready to accept you, but I could not, forcibly closed the door of my mind and sent you back, and did not allow him to enter my house. Chest of the chest went back to that sweet morning, while leaving clear I saw your face was terribly black! I was suffering, but I had nothing to do. The morning of joy is dirty in the pain of pain.
Have you asked who you are? Listen to the answer, however - you are my love of many, many love of love, many song lyrics, many melody tunes, many rhythm rhythms. You are the joy of my many happiness, the joy of many colors, the color of many colors, the light of many lights, the treasure of many riches. You are deep in my chest, in the midst of life, at the heart of my heart - you are new. You are the dream of my many dreams, the hope of many hopes, the language of many languages, the words of many words - you are living deep in my mind, pouring millions of poems, stories of millions of stories, pouring a lot of flowers.
0 Comments