জ্বলদর্চি

গুচ্ছ কবিতা/ কৃষ্ণা গায়েন

গুচ্ছ কবিতা 
কৃষ্ণা গায়েন 

সপ্তপর্ণী

বিস্তীর্ণ মাঠের মাঝখানে
গোল হয়ে বসে থাকা উদাস ছাতিম সাদা ফুলে সুবাস ছড়ায়। 
যেন কোন অজানা পথিক এসে বসবে তার কাছে-
বলবে অনেক দিনের পরে এলাম। 
তোমার সুবাস আমায় টেনে এনেছে এতদূর। 
সপ্তপর্ণী তাকিয়ে থাকে, বুক ফাটে তো 
মুখ ফোটে না।
হেমন্তের সন্ধায় শিশির ঝরে পড়ে টুপ টাপ।



মেঘলা দিনে

তোমার সঙ্গে দেখা হয়েছিল
কোনো এক মেঘলা দিনে-  
নদীতটে এক বিষন্ন সন্ধ্যা য়। 
হয়তো তুমি ভেবে ছিলে, আমি
এক প্রস্ফুটিত ফুল। 
তখনো কুঁড়ির সরলতা  কাটিয়ে উঠতে পারে নি আমার ষোড়শী হৃদয়। 
তুমি বুঝতে পারোনি- তোমাকেই উপহার দিয়ে ছিলাম বর্ষার প্রথম প্রেমের ফুল।



প্রশ্ন চিহ্ন


ভালোবাসা এক প্রশ্ন চিহ্ন জীবনের মাঝে দাঁড়িয়ে
আঁকড়ে ধরেছি প্রাণের ভিতর আর সব গেছে হারিয়ে। 
হঠাৎ কখন মন খুঁড়ে দেখি
মনের ভিতর হিসাবের ঝাঁপি
ভালোবাসা বলে কিছু নেই সেথা
 সব ই শুধু এক ফাঁকি। 
ভালোবাসা এক হিসাবের খাতা
সম্পর্ক টা জটিলতা বাঁধা-
আনুগত্যের ভরা সে ছত্র
এক ই সুরে গান সাধা। 
পরিবার পরিজন মাঝে আজ
বিশ্বাস গেছে হারিয়ে
কেউ কারো আপনার জন আজ নেই 
সব দূরে দূরে দাঁড়িয়ে। 
বেঁচে আছে শুধু বন্ধুত্ব টুকু
চাওয়া পাওয়া তার নেই
কেমন আছি কোথায় আছি এই আলোচনা টুকু তেই।


 মানব যন্ত্র

পুরানো পৃথিবী পাল্টে গিয়েছে
এসেছে নতুন কৃষ্টি
মগজ ছাড়াই রোবট শরীর
করছে সব ই সৃষ্টি। 
মানুষ এখন নিজেকে ভুলেছে
মগজাস্ত্র টা খুলেই ফেলেছে, 
তার ই জায়গা নিয়েছে রোবট
সব কিছু আজ মিস্ট্রি। 
যুবক ছেলেরা হতাশ ক্লান্ত
সপ্ন ভেঙেছে কাজ বাড়ন্ত
মানব সৃষ্ট যন্ত্র ভোলাবে
মানব যূগের হিস্ট্রি।

সংগ্রহ করতে পারেন 👇


Post a Comment

1 Comments

  1. এককথায় একে বলে অসাধারণ।

    ReplyDelete