প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি
আমার ভাবনার পথে তুমি শুধু সহযাত্রী নও, আলোর যাত্রীও বটে। কোথায় পা ফেললে আমি ঠিক সঠিক জায়গাতে পৌঁছতে পারবো তার দিক নির্দেশ করে দাও তুমি,আমি যাতে বিভ্রান্ত না হয়ে পড়ি তারজন্য সদা সতর্ক থাকো তুমি। আমাকে তুমি তোমার প্রেমের যোগ্য করে তোলো, অকৃত্রিম ভালোবাসায় আমাকে তুমি তোমার করে নাও, আমার যা কিছু ভাবনা ফলপ্রসূ হয় সে তোমার ভালোবাসার টানেই। আমার ভাবনার স্বপ্নমঞ্জরীকে সুরভি-সুবাসে প্রস্ফুটিত করো তুমি, এক সুখের বাতাস বইয়ে দাও হৃদয়ের পরতে পরতে, আমার ভাবনায় নতুন নতুন জোয়ার আসে – সে তুমি আমার সাথে আছো বলেই।
তুমি ভাবতেই পারবে না খুশির স্রোতে পাল তুলে আমার সময় কিভাবে তর তর করে পেরিয়ে যাচ্ছে, আমি তোমার ভাবনা ছাড়া আর কিছু ভাবতে পারছি না।আমার সব কিছুতেই আমি তোমার ছবিই ফুটে উঠতে দেখছি-রচিত
হয়ে যাচ্ছে একের পর এক লেখা-ভাবনারা এসে ভিড় করে আমাকে বলছে – তুমি লিখে যাও, মনের আনন্দে শুধু লিখে যাও- আজ তুমি যা পেলে তা তো একটাদু’টো কথায় শেষ হতে পারে না। আর কী আশ্চর্য দেখো! আমিও তোমার জন্য অধীর হয়ে উঠেছি, মন আর কোনোমতেই তৃপ্ত হচ্ছে না, কেন জানি না এই বোধ হচ্ছে-তোমার দেওয়া উপহারের
সমতুল এখনো সেই লেখাটা আমার হয়ে উঠেনি, আমাকে আরো অনেক লিখতে হবে, তোমার জন্যই লিখতে হবে। আমি তাই ক্লান্তিহীন, বিরামহীন লিখেই চলেছি। তুমি যেমন আমাকে তোমার সেরাটা দিয়েছ – আমিও তেমনিভাবে তোমাকে আমার সেরাটা দিতে চাই।
ভালো যদি না-ই বাসবে বুকে এত ভাষা দিলে কেন? প্রাণে এত কথা দিলে কেন?চোখে এত স্বপ্ন দিলে কেন? ভালো যদি না-ই বাসবে কেন উন্মনা করে গেলে আমায়? কেন আমার মনকে এলোমেলো মাতাল করে গেলে? ভালো যদি না-ই বাসবে কেন আমার হৃদয়কে দুলিয়ে গেলে?কেন তোমার কোমল পরশখানি দিয়ে আমাকে স্পন্দিত করে গেলে? শিহরিত করলে আমাকে? ভালো লাগে তোমার হাসিতে হাসতে, তোমার খুশিতে খুশি হতে,তোমার দু:খে দু:খ পেতে, তোমার কষ্টের ভাগীদার হতে। ভালো লাগে তোমার সাথে অভিমান করতে, তোমার কথা ভেবে ভেবে মরতে, তোমায় নিয়ে সারাটাক্ষণ স্বপ্ন দেখতে। ভালো লাগে তোমায় নিয়ে গান বাঁধতে, তোমায় নিয়ে কবিতার মালা গাঁথতে, কথার পর কথা পাহাড় সাজাতে। ভালো লাগে তোমার সাথে পথ চলতে, তোমার হাতে হাত রেখে খোলা আকাশ দেখতে, তারাভরা রাতে পাশাপাশি বসতে। ভালো লাগে তোমার ছবি বসে বসে আঁকতে, তোমার আঁচল তলেমুখ ঢাকতে, তোমায় নিবিড় করে ভালোবাসতে।
একটা অদ্ভুত কথা মনের মধ্যে উদয় হল; কথাটা এই – তোমাকে ভালো না বাসলে কী হ’ত?অনেক ভেবে, অনেক ভাবনার পথ অতিক্রম করে একটা উত্তরই মিলল – জীবনটা এত সুন্দরই হ’ত না।তোমাকে ভালো না বাসলে চোখের তারায় এত স্বপ্ন ভাসত না, হৃদয়বীণার তার এত সুরে-ছন্দে ঝঙ্কৃত হ’ত না; বুকের গভীরে এত কবিতাই জন্ম নিত না। তোমাকে ভালো না বাসলে বেঁচে থাকাযে হ’ত না তা নয় তবে সে বাঁচাটা হত অর্থহীন। তাই মনটাকে মুক্ত বিহঙ্গ করে তোমার কাছে পাঠিয়ে দিলাম, সাথে পাঠালাম পৃথিবীর সব রঙ, সব খুশি, সব আনন্দ! তোমার আকাশ রঙে রঙে ছেয়ে যাক, তোমার বাতাস সুরে সুরে ছন্দময় হোক,তোমার আঙিনা ফুলে ফুলে ঢাকা হোক, তোমার ভুবনে খেলা করুক ভালোবাসার রোদ্দুর;-তুমি ভালো থেকো, সুখে থেকো।
তোমার ভালোবাসা আমাকে আলোকিত করে-পলাশের রাঙা হাসির মতো রঞ্জিত করে, বসন্ত বাতাসের মতো উদবেলিত করে, শিউলি সুবাসে মাতোয়ারা করে, নিদাঘদগ্ধ দুপুরে বটের ছায়ার মতো আমাকে স্নিগ্ধ-শীতল করে। তোমার ভালোবাসা আমাকে স্বপ্নদীপ্ত করে-ভরা শ্রাবণধারার মতো সঙ্গীতমুখর করে, নীড়ে ফেরা পাখিদের মতো আনন্দ-কলতানে মুখরিত করে, নদীর অনন্ত স্রোতধারার মতো তরঙ্গবিহ্বল করে, পালতোলা নৌকার মতো আন্দোলিত করে। তোমার ভালোবাসা আমাকে মানবিক করে-মানবতার জয়গানে ঝঙ্কৃত করে, আমাকে উত্তরণের পথে টেনে নিয়ে যায়, আমাকে প্রেমিক করে, আমাকে আরও গভীর-গভীরভাবে ভালোবাসতে শেখায়, আমার দুরন্ত মনে অমলিন খুশির ঝরণাধারা বইয়ে দেয়-ভালোবাসা আমাকে মহীয়ান করে।
🍂
11th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity
Translated
By
Chandan Bhattacharya
In my way of thinking, you are not just a passenger, but a traveler of light. Please indicate where I can get you to the right place when you step, so be careful not to get confused. Make me worthy of your love, make me yours for the genuine love, whatever my thoughts are fruitful is the pull of your love. Let the dream of my thought blossom into the aroma-fragrance, You fill the air of happiness As the heart wears, My thoughts come with a new tide - That is why you are with me.
You can not imagine how my time was passing by raising sail in the stream of happiness, I can think of nothing but your thoughts. In everything I see your picture blown.
One after another, the writers and the crowd are crowding me and telling me - you write, just write in the joy of your mind - what you get today can not end with a single word. And what a surprise! I am also excited for you, the mind is not satisfied anymore, I do not know why I feel - the gift you have given
Equally, that text has not yet become mine, I have to write many more, I have to write for you. I'm so tired, paused. Just as you gave me your best - I want to give you my best.
If not, why give so much language to the chest? Why do you give so much talk to your life? If not good, why do you meditate on me? Why did my mind get drunk randomly? If not, why would my heart be shaken if it were not so good? Shirked me? It is good to laugh at you, to be happy with your happiness, to receive your sorrow, to be a shareholder of your suffering. It feels good to be proud of you, to think about you, to dream about you all the time. It is nice to make music with you, to make poetry wreath with you, to talk down the hill. It feels good to walk the path with you, holding your hand in your eyes and watching the open sky, sitting side by side at night. I love to sit and draw your picture, cover your face, love you intensively.
Something strange happened in the mind; The thought is - what would have happened to you if you had not been so good? Many thought, many thought would have answered the answer - life would not have been so beautiful. No; Not so much poetry was born deep in the chest. If you didn't live well or not, then it would be meaningless to live. So I sent my mind free, and sent to you all the colors of the earth, all the happiness, all the joy! Let your sky be colored, let your air be melted, let your courtyard be swollen, let your playing in the sunshine; Love you, be happy.
Your love enlightens me - The rustle of Palash rings like a smile, The spring boils like a breeze, The sully aroma of sweetness, The softness of the noon-smelling noon Like the shadow of a boat. Your love makes me dream-like music like a hearing aid, cheering like a bird on a nest, waves like an endless stream of rivers, like a sailing boat. Your love makes me human - the triumph of humanity, pulls me in the path of passage, lovers me, teaches me to love myself more deeply, and in my immediate heart, the flow of unlimited happiness - love makes me great.
সংগ্রহ করতে পারেন 👇
0 Comments