জ্বলদর্চি

ক্যুইজ-৯৬/ সাগর মাহাত

ক্যুইজ-৯৬/ সাগর মাহাত

১. বেদের চারটি খন্ডের মধ্যে প্রথমটি হল—
ঋকবেদ
যর্জুবেদ
সামবেদ
অর্থববেদ

২. ঋকবেদে মন্ডল আছে—
১০
১২

৩. ঋকবেদে মন্ত্র সংখ্যা—
১০৫৫২
১৮৫৫৩
১০৫৫৬
১০৫৫৮

৪. ঋকবেদের সুক্ত সংখ্যা—
১০২৮
১০২৯
১০২৩
১০৫৪

৫. ঋকবেদে ইন্দ্রের প্রশংসাতে মোট ঋচা আছে—
২৫৬
২৫০
২৫৪
২৫৯

৬. পুরূষসূক্ত বর্ণিত হয়েছে—
দশম মন্ডলে
নবম মন্ডলে
সপ্তম মন্ডল
অষ্টম মন্ডলে

৭. ঋকবেদে কৃষির কথা আছে মোট—
২৪ বার
২৫ বার
২৬ বার
২৯ বার

৮. ঋকবেদে অবিবাহিত মেয়েদের বলা হতো—
অমাজু
আমাজু
আনমাজু
আলমাজু

৯. ঋকবেদে অহন্যা শব্দটি ব্যবহার হয়েছে—
গরুর জন্য
ঘোড়ার জন্য
মুরগির জন্য
পাখির জন্য

১০. ঋকবেদে ভাই শব্দটি ব্যবহৃত হয়েছে—
তাঁত অর্থে
সোনা অর্থে
কৃষি অর্থে
মন্ত্র অর্থে

🍂

ক্যুইজ ৯৫-এর উত্তর
১.বেদাঙ্গ
২. পাঁচটি
৩. পুরুষরূপে
৪. পা
৫. হাত
৬. চোখ
৭. নাক
৮. মুখ
৯. কান
১০. ৭টা

বাড়িতে বসেই সংগ্রহ করতে পারেন 👇

Post a Comment

0 Comments