নির্মল বর্মন
স্বনামধন্য কথাসাহিত্যিক , সুযশ সাংবাদিক এবং 'অরণি' ও 'অগ্রণী' পত্রিকা'র প্রধান পৃষ্ঠপোষক স্বর্ণকমল ভট্টাচার্য। কথাসাহিত্যিক স্বর্ণকমল ভট্টাচার্য "শম্ভু মিত্র, বিজন ভট্টাচার্য, গঙ্গাপদ বসু"-র আপন সহযোগী ছিলেন । স্বর্ণকমল ভট্টাচার্য এর ১৯৫১ সালের ''ছিন্নমূল'' চলচ্চিত্রটি বাস্তবধর্মী ও সময়োপযোগী মননশীলতার ঐতিহাসিক দলিল । ফলতঃ সমাজ ও সংস্কৃতিতে বিরাট স্বীকৃতি অর্জন করেছিল। কথিত ১৯২৯ সালে এম. এ. ক্লাসে 'পড়ার সময় রাজনৈতিক আন্দোলনে' অংশ গ্ৰহন করেন। ভাগ্যস্বরূপ কারাবরণও করে ছিলেন। গবেষক স্বর্ণকমল ভট্টাচার্য বেশ কয়েক বছর 'তাস নিউজ এজেন্সি' র বাংলা সম্পাদনার কাজ করে সুনামের পাশাপাশি সম্মান ও মর্যাদা বৃদ্ধি করতে পেরেছিলেন।
কথাসাহিত্যিক স্বর্ণকমল ভট্টাচার্য বিরোচিত উপন্যাস :- -"তীর ও তরঙ্গ'', "তথাপি"' অন্ত্যেষ্টি', উপন্যাস ত্রয়ী এক সময় সুপার হিট হয়েছিল ।
শ্রী ভট্টাচার্যের দুটি গল্প সংকলন বাংলার সারস্বত সমাজকে বিভোর করে দিয়েছিল ।
গল্প সংকলন হল:-
''সবার সাথে'', ''ছোট বড় মাঝারি''।
প্রবন্ধ সংকলন হল:- 'কথা প্রসঙ্গে''।
কথাসাহিত্যিক স্বর্ণকমল ভট্টাচার্য ছোট থেকেই দারিদ্র্যের সঙ্গে জটিল সংগ্রাম করতে করতে সৎ ন্যায় বিচার বিশ্লেষণ কেন্দ্রিক সাহিত্যের সৎসঙ্গ গ্রহণ করার জন্যই আজ বিশ্বনন্দিত ও কালজয়ী। কিন্তু স্বর্ণকমল যখন লেখনি হাতে নিয়েছিলেন তখন বিশ্বজুড়ে অরাজকতা,সাম্রাজ্যবাদ ও ফ্যাসীবাদী সাঁড়াশি আক্রমণ। ফলস্বরূপ তিনি প্রগতিবাদী লেখক সংঘে নাম নথিভুক্ত করেছিলেন। তাছাড়া গবেষক ভট্টাচার্য চাক্ষুষ দেখেছেন দু-দুটি বিশ্বযুদ্ধ, ভয়ংকর দুর্ভিক্ষ, কঠিন মন্বন্তর, দৌরাত্ম্যে ভরপুর অর্থনৈতিক মন্দা, জটিল দাঙ্গা, উত্তেজিত দেশবিভাগ, কালজয়ী স্বাধীনতা লাভের ঘটনা এবং মানবাধিকার লংঘন অনুভব ও উপলব্ধি করেছেন ।
🍂
বস্তুতঃ কথাসাহিত্যিক স্বীকার ও অনুধাবন করেছেন--
"শিল্পের থেকে জীবনের দাম অনেক বেশি। তাই তাঁর লেখায় রয়েছে সমাজচৈতন্যের স্বরূপ''।
কথাসাহিত্যিক স্বর্ণকমল ভট্টাচার্য তৎকালীন সাড়া জাগানো 'তেভাগা আন্দোলন'কে পাথেয় করে ''মন্ত্রশক্তি'' নামক ছোটগল্পে 'একটি মুসলিম পরিবারের রূপান্তর' এর গুরুত্বপূর্ণ কাহিনি সবিস্তারে জানিয়েছেন। 'রসুল' এর গভীররাত অন্ধকারে 'গুপ্তমন্ত্র' উচ্চারণ করে অন্যের বাড়িতে 'সিঁদ' কাটাই তাঁর ধর্ম। আসলে 'রসুল' তার হতদরিদ্র পরিবারের মুখে অন্ন তুলে দেবার জন্য এই কাজ করতো। কিন্তু 'রসুল' এর বিরাট বিপ্লবী পরিবর্তন সাহিত্যিক ফুটিয়ে তুলেছেন, তা মূলত উদ্দেশ্যমূলক। কারণ ,' রসুল' জমি দখলের লড়াইয়ের জন্য মোটা লাঠি হাতে গিয়েছিল। তার মানে দাঁড়াচ্ছে যে 'রসুল' চোর থেকে বিপ্লবীতে রূপান্তরিত হলেও , তার গ্ৰহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা ছোটগল্পের পাতায় রূপায়িত ও বাস্তবায়িত হয়নি।
স্বর্ণকমল ভট্টাচার্য তাঁর 'ওঝা' ছোট গল্পে এঁকেছেন Stream of consusness অর্থাৎ অবচেতন মনের জলছবি। উনিশশো ছেচল্লিশের মারাত্মক হিংস্র দাঙ্গার প্রেক্ষাপটে গল্পটি রচিত। ছোটগল্পের সেন্ট্রাল চরিত্র কলকাতা নিবাসী সুপ্রতিষ্ঠিত অধ্যাপক।
আসলে মানুষ মনে করেন, 'সাম্প্রদায়িকতার রূপটা সমষ্টিগত হলেও আসলে তা ব্যক্তিগত ব্যাধি'। ছোটগল্পের নামকরণে লুক্কায়িত অবস্থায় আছে সেই ব্যঞ্জনা। যারা পরের কাঁধ থেকে ঝেঁটা মেরে ভূতকে নামায় , তারা সাধারণত ওঝা। কিন্তু এই ছোটগল্পে ওঝা বাহাদুর অপরের ভূত ছাড়ানোর দায়দায়িত্ব গ্রহণ করেও, হয়েছেন 'নিজেই রোগগ্রস্ত'। নিজের অজান্তেই ,অবচেতনে ভূত মশাই তাকে তাড়া করেছিল।
''পোস্টার'' ছোটগল্পটিও অভিনবত্ব বহনকারী। 'পোস্টার' এ রঙিন লেখা হয় বিভিন্ন আন্দোলনের স্লোগান । মানুষ কে স্লোগান কি ভাবে সংগ্রামের পথে উদ্বোধিত করে? তাকেই সাহিত্যিক এই গল্পে রূপায়িত ও বাস্তবায়িত করেছেন । ছোটগল্পটি কথকের মাধ্যমে সুবর্ণিত--- পটভূমি-- ফ্ল্যাটবাড়ি অধ্যুষিত এ ওয়ান শহর কলকাতা। বস্তুতঃ গল্প কথক ফ্ল্যাট বাড়ির ছাপোষা ছোট খাটো কেরানি হলেও একদিন আবিষ্কার করে বসলেন যে 'দেওয়ালে সাঁটা পোস্টারগুলি'র মূল উপজীব্য, ''কন্ট্রোল তুলে দেওয়ায় তিন মাসে কাপড়ের কলওয়ালারা একশ কোটি টাকা মুনাফা লুটেছে''! নতুবা ''ছাঁটাই করা চলবে না"। "জমিদারি প্রথার উচ্ছেদ চাই"। "বিদেশী মূলধন বাজেয়াপ্ত কর'' প্রমুখ। বিরাট পুলিশবাহিনী এসে দেওয়ালে সাঁটানো পোস্টার মুক্ত করলেও গল্পকারের মাধ্যমে গণজাগরণের প্রেক্ষিতকে উপস্থাপিত করার চেষ্টা করেছেন।
ছোটগল্পকার স্বর্ণকমল ভট্টাচার্য ''কালীয়দমন'' ছোটগল্পে যৌনভাবনার ধ্রুব দিকটিকে সুচিত্রিত ও বিকশিত। ফলতঃ -যা মরেও মরে না, বা 'মরে গিয়েও আবার ফিরে আসে' ! বিষয়টি নিশ্চিত পরিবেশ ও পরিস্থিতির প্রেক্ষাপটর ভিত্তিতে।
'অতসী' র দাম্পত্য জীবনের স্থায়িত্ব মাত্র সাত মাস। বিয়ের পর দশ বছর অতিক্রান্ত, সুতরাং তার বয়স বর্তমানে তেইশ। সুতরাং 'অতসী'র প্রয়াত স্বামীর প্রতি একনিষ্ঠতা, অন্যদিকে প্রেমিক ও ভালোবাসার পাত্র যতীন ঘোষালের পাগল করা আকর্ষণ-এর মোহাচ্ছন্ন । কথাকার তাই চেতন-অবচেতনের দ্বন্দ্ব (Stream of consusness or Conflict) কে তথা বাস্তবায়ন করলেও কালজয়ী ভাবনার প্রেক্ষিতে স্বর্ণকমল ভট্টাচার্য আজ বিস্মৃতপ্রায় কথাসাহিত্যিক।
0 Comments