জ্বলদর্চি

মহাভারতের স্বল্পখ্যাত কিছু চরিত্র/ষষ্ঠ পর্ব /প্রসূন কাঞ্জিলাল

মহাভারতের স্বল্পখ্যাত কিছু চরিত্র
ষষ্ঠ পর্ব 

প্রসূন কাঞ্জিলাল


পাণ্ডবদের স্ত্রী এবং সন্তানাদিদের সম্পূর্ণ বিবরণ

দ্রৌপদী কিংবা সুভদ্রা বা উলূপী ছাড়াও পাণ্ডবদের অন্যান্য স্ত্রীদের নামের সাথে আমরা খুব একটা পরিচিত নই, এছাড়াও পান্ডবদের পরবর্তী প্রজন্মের মাত্র দুই কিংবা তিন জনের নামই আমরা জানি ~ কিন্তু অভিমন্যু বা ঘটোৎকচ ছাড়াও পাণ্ডবদের আরো সন্তানাদি ছিলেন যাদের উল্লেখ খুব একটা পাওয়া যায় না। আসুন জেনে নেই তাঁরা কারা?-

১) যুধিষ্ঠির এর অপর স্ত্রীর নাম দেবিকা এবং পুত্র যান্ধেয়।

২) দ্রৌপদী এবং যুধিষ্ঠির এর সন্তানের নাম প্রতিবিন্ধ্য।

৩) ভীমের স্ত্রী বলান্ধরা এবং সন্তান সর্ভাগ।

৪) ভীমের অপর স্ত্রী হিড়িম্বা এবং সন্তান ঘটোৎকচ।

৫) দ্রৌপদী এবং ভীমের সন্তান শতসোম।

৬) অর্জুনের এবং স্ত্রী সুভদ্রার  পুত্র অভিমন্যু।

৭) অর্জুনের এবং অপর স্ত্রী উলূপীর  পুত্র ইরাবান।

৮) অর্জুনের এবং অপর স্ত্রী চিত্রাঙ্গদার  পুত্র বহ্বরুবাহন।

৯) অর্জুনের আর একজন স্ত্রীর নাম অয়েলি যাদের কোনো সন্তান ছিল না।

🍂
১০)দ্রৌপদী এবং অর্জুনের পুত্র শ্রূতকীর্তি।

১১) নকূলের অপর স্ত্রী করেণুমতী এবং পুত্র নিরমিত্র।

১২) দ্রৌপদী এবং নকুলের সন্তান শতনিকা।

১৩) সহদেবের স্ত্রী বিজয়া এবং পুত্র সুহোত্র।

১৪) দ্রৌপদী এবং সহদেবের সন্তান শ্রূতসেনা।

পুত্র তালিকা ---
* যুধিষ্ঠির -----
প্রতিবিন্ধ্য ( দ্রৌপদীর পুত্র )
যৌধেয় ( দেবীকার পুত্র )

*  ভীম ---------
ঘটোৎকোচ ( হিড়িম্বার পুত্র )
সুতসোম ( দ্রৌপদীর পুত্র )
সর্বগ ( বলন্ধরার পুত্র )

*  অর্জুন ---------

শ্রুতকর্মা / শ্রূতকীর্তি ( দ্রৌপদীর পুত্র )
অভিমন্যু ( সুভদ্রার পুত্র )
বভ্রুবাহন ( চিত্রাঙ্গদার পুত্র )
ইরাবান ( উলুপীর পুত্র )


* নকুল -----------
শতানীক ( দ্রৌপদীর পুত্র )
নির্মিত্র ( করেণুমতির পুত্র )


* সহদেব ----------
শ্রুতসেন ( দ্রৌপদীর পুত্র )
সুহোত্র ( বিজয়ার পুত্র )

এছাড়াও পঞ্চপাণ্ডবের ঔরসে দ্রৌপদীর গর্ভে ছয়জন  কন্যাও জন্মায়।

দ্রৌপদীর কন্যারা --------

যুধিষ্ঠির + দ্রৌপদী -- সুতনু
ভীম + দ্রৌপদী -- সংযুক্তা
অর্জুন + দ্রৌপদী -- প্রগতি ও প্রজ্ঞা (যমজ)
নকুল + দ্রৌপদী -- পৃন্থা
সহদেব + দ্রৌপদী – সুমিত্রা

এদের সম্পর্কে খুব বেশি কিছু না জানা গেলেও দুর্যোধনের কন্যা লক্ষণা সম্পর্কে জানা যায় যে তিনি ছিলেন শ্রীকৃষ্ণের পুত্র শাম্বর স্ত্রী। (এই বিবাহ শ্রী বলরাম 
দিয়েছিলেন।)
   পাণ্ডবগণের কন্যাদের মধ্যে নকুলের কন্যা পৃন্থা ছিলেন সবার বড় ও ভীমের কন্যা সংযুক্তা ছিলেন সবার ছোট । 
    শ্রীকৃষ্ণের স্ত্রী এবং সন্তানাদিদের সম্পূর্ণ বিবরণ 
   এক মতে শ্রীকৃষ্ণের ১৬১০৮ জন স্ত্রী ছিলেন । যাদের মধ্যে বৈবাহিকসূত্রে প্রধান স্ত্রী ছিলেন আটজন (অষ্টভার্যা) এবং বাকি ১৬১০০ জন ছিলেন নরকাসুরের অন্তঃপুর থেকে উদ্ধার হওয়া ধর্মাবতার কৃষ্ণে সমর্পিত ও তার অধিকারপ্রাপ্ত নারী । কিন্তু এদের প্রত্যেককেই দেবী লক্ষ্মীর অবতার হিসেবে মনে করা হয়। প্রত্যেকের গর্ভেই শ্রীকৃষ্ণের দশটি পুত্র এবং একটি কন্যার জন্ম হয়েছিল।

    রুক্ষ্মিণী হলেন কৃষ্ণের প্রধান পত্নী। তিনি বিদর্ভরাজ ভীষ্মকের কন্যা এবং ভীষ্মকপুত্র রুক্মীর ভগিনী। ইনি কৃষ্ণের সহিত বিবাহ করার ইচ্ছাপ্রকাশ করেন। শিশুপালের সঙ্গে বিবাহের পূর্বলগ্নে কৃষ্ণ রুক্ষ্মিনীর সম্মতিতে বিবাহ করেন এবং দ্বারকায় আনয়ন করেন। রুক্ষ্মিনী কৃষ্ণের ঔরসে একটি তেজস্বী পুত্রসন্তান লাভ করেন। তার নাম হলো -- প্রদ্যুম্ন। 
  কৃষ্ণের আরেক মহিষী সত্যভামার গর্ভে কৃষ্ণ যে দশটি পুত্র লাভ করেছিলেন তারা হলেন ভানু, সুভানু, স্বরভানু, প্রভানু, ভানুমান, চন্দ্রভানু, বৃহদ্ভানু, অতিভানু, শ্রীভানু এবং প্রতিভানু।
   জাম্ববানের কন্যা জাম্ববতীর গর্ভে কৃষ্ণ যে দশটি পুত্র লাভ করেছিলেন তারা হলেন  শাম্ব, সুমিত্র, পুরুজিৎ, শতজিৎ, সহস্রজিৎ, বিজয়, চিত্রকেতু, বসুমান, দ্রাবিড় ও ক্রতু। এই পুত্রেরা কৃষ্ণের অত্যন্ত প্রিয় ছিলেন।
  শ্রীকৃষ্ণ ও নগ্নজিতির সন্তানরা হলেন বীর, চন্দ্র, অশ্বসেন, চিত্রাগু, বেগবান, বৃষ, অম, শঙ্কু এবং কুন্তী (কৃষ্ণের পিসি ও পাণ্ডবদের মাতা কুন্তী নন)।
  শ্রুত, কবি, বৃষ, বীর, সুবাহু, ভদ্র, শান্তি, দর্শ, পূর্ণাংশ এবং সোমক হলেন কৃষ্ণ ও কালিন্দির পুত্র।
   লক্ষণা নামক মহিষীর গর্ভে শ্রীকৃষ্ণের ঔরসজাত পুত্রেরা হলেন প্রঘোষ, গাত্রবান, সিংহ, বল, প্রবল, উর্ধগ, মহাশক্তি, সাহা, ওজ এবং অপরাজিত।
  মিত্রবৃন্দা ও শ্রীকৃষ্ণের মিলনে যে দশ পুত্রের জন্ম হয়, তারা হলেন বৃক, হর্ষ, অনিল, গৃধ্র, বর্ধন, উন্নাদ, মহাংশ, পবন, বহ্নি এবং ক্ষুধী।
  ভদ্রার গর্ভজাত শ্রীকৃষ্ণের পুত্রেরা হলেন সংগ্রামজিৎ, বৃহৎসেন, সুর, প্রহরণ, অরিজিৎ, জয়, সুভদ্র, বাম, আয়ুর ও সাত্যক।।

( ক্রমশ) 

Post a Comment

0 Comments