প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি
আমার ভালোবাসার জোর আছে বলেই তোমার বুকের সুধা আমি পান করি, তোমার ঠোঁটে ঠোঁট রাখি, তোমার চোখের তারায় সমুদ্রের ঢেউ গুনি। আমার ভালোবাসার জোর আছে বলেই তোমার আঁচলের তলে নির্দ্ধিধায় মুখ লুকোই, তোমার কোলে মাথা রেখে স্বপ্নের পর স্বপ্ন দেখে যাই, হাজার-লাখো কথা কই তোমার মুখের পানে চেয়ে। আমার ভালোবাসার জোর আছে বলেই আজব বায়না নিয়ে যখন-তখন তোমার সামনে গিয়ে দাঁড়াই, তোমাকে অতিষ্ঠ করি, জ্বালাতনে-জ্বালাতনে একশেষ করি, তোমার চোখ-রাঙানিও আমাকে তোমার থেকে বিরত রাখতে পারে না।
উজ্জ্বল দীপ্তি নিয়ে তুমি আজ হাজির ছিলে, তোমার সারা অঙ্গে দ্যুতি ছড়িয়েছিল সূর্যমুখী ফুলের অপরূপ শোভা। বাহারি পাপড়ি মেলে তুমি ঘুরছিলে-ফিরছিলে- যেন একটাহলুদ প্রজাপতি ঘরময় তার অনবদ্য রূপের ডালি সাজিয়েছিল। তোমার ওই অসামান্য সৌন্দর্যেরঢেউ আমার হৃদয় ছুঁল, আমার চোখের তারায় অনেক স্বপ্ন এনে দিল, আমার অন্তরকে ভরে দিল অন্তহীন প্রেমের সুষমায়। এই তোমার জন্য মন আমার হ’ল চঞ্চল – উন্মন; যতক্ষণ ছিলে অনুভব করলাম তন্দ্রাভরা আবেশে নয়, জেগে জেগেই বুঝি স্বপ্ন দেখছি, আমার স্বপ্নকে একান্ত আপনার করে করে পেয়েছি।
যেখানে এসে যুগলবন্দী হয়েছে সুদৃশ্য দুটো পাহাড়ি টিলা, সৃষ্টি হয়েছে মনোরম এক সরোবর-চাঁদের অপরূপ স্নিগ্ধতা নিয়ে টলটল করছে স্বচ্ছ জলের ঢেউ-সেই সুরম্য স্থানে স্থাপন করেছি আমার ভালোবাসার ঘর। এখানে শুধু সুখই নেই আছে মনের প্রশান্তি, আছে পরম স্বস্তি, আছে যাবতীয় আরাম-এখানে মাথা রাখলে আর কিছু চাওয়ার থাকে না, পরম নিশ্চিন্তে প্রহরের পর প্রহর কাটিয়ে দেওয়া যায়। এখানে দিবানিশি ফোটে স্বপ্নের পারিজাত ফুল, তার সুমধুর গন্ধে মাতাল হয়ে যায় আমার হৃদয়ের আঙিনা, শুনতে পাই অলির গুঞ্জরণ, প্রাণের প্রতিটি স্পন্দনে অনুভব করি ভালোবাসার সংলাপ, আমি দারুণভাবে হারিয়ে যাই।
তুমি আমার বাহির বোঝো, ভিতরও বোঝো – সেই মতো তোমার যা কিছু আমাকে উপহার দাও বড়ো যত্নে, বড়ো মমতায়, বড়ো উদারতায়, বড়ো ভালোবাসায়। আমার ব্যাপারে তোমার উদাসীনতা নেই, কার্পণ্য নেই; আছে যেন প্রেমের অসীম সাগরে সন্তরণ। তুমি আমার মনের অভ্যন্তরে খেয়াল-খুশিমতো বিরাজ করো। তুমি আমায় ছুঁয়ে ছুঁয়ে যাও সেই অলীক প্রজাপতিটির মতো – যে প্রজাপতিটি আপন খেয়ালে ফুলের রেণু গায়ে মাখে। আজ তুমি একেবারে আমার কাছের হয়ে গেছ, হৃদয়ের প্রেম ঢেলে আমাকে আপন করে নিয়েছ। আমাকে সুখী করার কী অদ্ভুত মায়া তোমার! আমার বুকের স্বপ্ন আজ রঙিন হয়েছে, চঞ্চল-প্রাণময় হয়েছে সে তোমার জন্যই, তোমার অন্তরের স্নেহ-শীতল পরশ আমার অন্তর-বাহিরকে কেবল লালিত্যময়ই করেনি, করেছে সুশোভন – কাব্যময়।
তুমি কাছে থাকা মানে ভালোবাসার সাথে ঘর করা, প্রেমের আলোয় প্লাবিত হওয়া, ফুলের গন্ধ অনুভব করা, যখন-
তখন মাতাল হওয়া। তুমি কাছে থাকা মানে দু’চোখে স্বপ্নের জাল বুনে যাওয়া, কথার মালা গাঁথা, কাব্যের স্রোতে ভেসে যাওয়া, এক বুক আশা নিয়ে পথ চলা। তুমি কাছে থাকা মানে সুন্দরের ছোঁয়া পাওয়া, অনুপম সৌন্দর্যের মূর্তিখানি প্রত্যক্ষ করা, আলো-হাসি-গানে মদির হওয়া, ভুল করেও কাজে আনন্দ পাওয়া। তুমি কাছে থাকা মানে সবকিছু ভালো আর ভালোবাসাময়, ভালোলাগা নিয়ে বেঁচে থাকা।
কালোও যে এত সুন্দর-রমণীয় হতে পারে, এত উজ্জ্বল-দীপ্তিময় হতে পারে, এত অপরূপ দ্যুতি ছড়াতে পারে;-কালোর মাঝেও যে এত লাবণ্য-লালিত্য থাকতে পারে – তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না, জানাই হতো না কোনকালেই আমার। তোমার কালোর অসামান্য রূপ-ময়তা, অনবদ্য নান্দনিকতা আমার অনুভূতির দুয়ারে এক আশ্চর্য ভালোলাগার ঢেউ এনে দিয়েছে, আমার নয়ন তৃপ্ত করেছে, আমার দেখা সার্থক করেছে, আমার হৃদয়কে করেছে উদবেলিত। তোমার কালো রূপের অরূপ মূর্তিখানি দেখার পর সেই ছবি-খানিই যেন আমার চোখের সামনে প্রতিভাত হচ্ছে প্রতিক্ষণ- প্রতিনিয়ত, অপূর্ব ভালোবাসায়ছেয়ে যাচ্ছে আমার অন্তর – মনে হচ্ছে ওই কালোর ঝলমলানি বুঝি তোমাকেই মানায়, ওই সৃষ্টি তোমাকে সত্যিই ধন্য করেছে।
🍂
28th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity
Translated
By
Chandan Bhattacharya
Because of the urge to love me, I drink the purity of your breast, put your lips on your lips, the ocean waves under your eyes. Because I have the urge to love, I hide your face in the bottom of your finger, I put your head in your lap and dream after dream, where do you want a thousand words? Every time I stand in front of you with strange feelings because I have the urge to love, I make you loud, irritated and irritated, and your eyesight cannot stop me from you.
You were present today with a radiant light, the radiance spread all over your limbs. You were twirling around to match the exterior petals - as if a hulled butterfly had adorned its unique form of heat. Your wonderful beauty wave touched my heart, brought many dreams to the stars of my eyes, filled my heart with endless love balance. My mind for you is agile - warm; Until I felt sleep deprived, I woke up and realized I was dreaming, and I had my dream for you.
Where the twins have come, the lovely two hillocks, created by a beautiful sea-moon with the softness of the transparent water-waves, have set me in that beautiful place of love. There is not only happiness here, there is peace of mind, there is absolute relief, there is all the comfort - there is no need for anything else if you keep your head here, you can spend the morning after the guard with utmost care. Here, in the daylight, the sweet flower of dreams, the sweet smell of it becomes drunk in my heart, I hear the sound of the ear, the vibration of love I feel in every vibration of my soul. I lost dearly.
You understand my outward, understand inwardly - everything you give me, like great care, great compassion, great generosity, great love. You are not indifferent to me, not lacking; It is like being born in the infinite sea of love. You dwell in my mind, happily ever after. You touch me like the invisible butterfly - the butterfly that mimics the flower molecules in your mind. You are very close to me today You have poured me love into your heart. What a strange Maya to make me happy! The dreams of my chest have been colorful, lively and lively for you, your warm affection for your heart has not only made my heart outward, but also beautiful.
You are meant to be surrounded by love, to be flooded with love, to smell the flowers, while-
Then get drunk. Being close to you means twisting your dream net, knotting rugs, drifting in poetry, a book with hope. Being near you means getting a touch of beauty, seeing idols of incomparable beauty, being the source of light and laughter, and finding joy in making mistakes. Being near you means everything is good and loving, living with love.
Even the black that can be so beautiful, so bright, so bright, so many, so many luminaries can spread; The extravagant aesthetics of your black, invincible aesthetics have brought a wonderful wave of waves into my doorstep, satisfied my new look, made me look up, opened my heart. After seeing your black form, that picture-box is lit up in front of my eyes - always, immense love is flowing in my heart - it seems that the flicker of that black light admits to you, that creation has truly blessed you.
২২শে শ্রাবণ 👇