সন্দীপ কাঞ্জিলাল
মা
পুজো আসছে মানে? আমাদের জন্য
মেয়ের নতুন জামাকাপড় কেনা
মেয়ের নাম- হার না মানা হার
বুকের ভিতর জ্বলে ধিকধিক আগুন
আগুন শুধু জীবন পোড়ায় না
পোড়ায় জীবনের সবটুকু
এখনও কানে বাজে- মেয়েটাকে যখন তারা একটু একটু করে খাচ্ছিল, তখন সে মা-গো বলে আমাকেই ডেকেছিল। যখন সে একটু বাতাসের জন্য ছটফট করছিল, তখন মনে মনে সে আমার মুখটাই দেখছিল
মরে গেছে, তবু মন থেকে সরাতে পারিনি
তাই আমি তাকে কবিতায় রেখে দিলাম
যাতে অনায়াসে পায় সবকিছু সহ্য করার ক্ষমতা।
এগিয়ে যাচ্ছি
স্বাধীনতা থেকে যত আমরা এগিয়ে যাচ্ছি
তত আমাদের নিয়ম-কানুন
কঠোর করতে হচ্ছে।
স্বাধীনতা পেলে আমরা ভালো থাকবো
এ ধারণা কে দিয়েছে?
স্বাধীনতা যারা এনেছিল, তারাও কি দোষী?
খুন ধর্ষণ চুরি জালিয়াতিতে, আমরা
এগিয়ে যাচ্ছি, ক্রমশই এগিয়ে যাচ্ছি.....
সুযোগ
এই কিন্তু সুযোগ
এবার নামতেই হবে।
মাঠে মাপসই জল
জুতসই মাটি
বীজতলাও তৈরি।
দেরি করলেই বিপদ
পরিবেশ প্রতিকূল
ইচ্ছে থাকলেও উপায় থাকবে না
তখন তুমি প্লেয়ার নয় - ফুটবল।
এই কিন্তু সুযোগ
এবার নামতেই হবে।
সোনালি মাছি
মেয়েটা হসপিটালে ঢুকলেই মায়ের
বুকটা কেঁপে উঠতো
আমি তার আগাপাশতলা চিনি
মেয়েটা ঠিকমতো কাজ করতে পারছে তো
রোগীকে সব ঔষধ ঠিকঠাক দিচ্ছে
অসুস্থ রোগী সুস্থ হলেই
মেয়েটার মনে বেজে ওঠে সেতার
সবকিছু ভুলে সে সেই সুরে ভাসে
আর তাতে ভাসতে ভাসতে, যদি
কোনো অন্যায়ের প্রতিবাদ করে বসে
সবেমাত্র ডালপালা মেলছে, ও কি জানে
শয়তানরা এমন ভাব দেখায়
সে কেউ নয়, কিছু নয়
মেয়েটা ফিরে চায়ের সঙ্গে গরম বেগুনি খাবে বলেছে, ও ঠিক খাবে তো
এত চিন্তায় থাকতে হবে জানলে
মেয়েকে কে বা ডাক্তারি পড়াতো
মায়ের মন মিথ্যা বলে না
বেগুনি বরফের মতো ঠান্ডা
আর গরম চায়ে ছ্যাতরানো সোনালী মাছি
ঠিক মেয়েটার মতো
🍂
1 Comments
বর্তমান সময়ের ফসল কবিতাগুলি। ভালো হয়েছে।
ReplyDelete