জ্বলদর্চি

নীলার কিছু কথা কবিতায়.../পর্ব -১/কমলিকা ভট্টাচার্য

গুচ্ছ কবিতা

নীলার কিছু কথা কবিতায়...
পর্ব -১

কমলিকা ভট্টাচার্য 

 নীলা

তুমি বলেছিলে কিছু কথা খালি কবিতায় বলা যায়
আমি আজ বুঝেছি তার অর্থ
কিন্তু তার শাস্তি যে এত নিষ্ঠুর তা আজও বুঝিনি
এত একলা এত একলা কখনো থাকিনি আমি..

এই যে আমার চোখের পাতায় তিরতির,
বলে যায়
আমি না হলেও ,আমার শব্দগুলো বেশ জব্দ করেছে তোমায়
আমাকে মনে করে 
তোমাকে যে কাঁদতেই হবে

আচ্ছা ,যদি আমি কান মুলি,
নাকে খত দিই ,সরি বলি
তাহলেও আসবেনা তুমি?
তাহলে কেন খনি থেকে আনলে তুলে তোমার নীলাকে?
তুমি ছাড়া যে নীলার শনির দশা কাটবে না...



 বাঁশ ফুল

তুমি বলেছিলে ডানা হবে ,
বলেছিলে কি?  
নাকি আমারই লোলুপ মনের যত ভাবনা?  
তোমার খিল-তোলা ঘরে,  
আমি কি শুধুই ছায়া—  
এক অবাস্তব কল্পনা,  
এক নিমেষের দৃশ্য?
নাকি অনাধিকারে অস্পৃশ্য?

আমার জন্যই নাকি শুধু খোলা জানলা, দিয়ে ছিলে এত ভরসা!  
হায়রে! মিথ্যা মগডালে ফোটা হলুদ কদম ফুলের আশা।  
সবে ,সবুজের প্রথম ছোঁয়া, কেড়ে নিলে সেই মই,  
পথ জুড়ে ছড়ানো থেকে গেল বিশ্বাসের খই।

ক্ষীরেতে অমৃতের স্বাদ,  
প্রেমেতে রাধার বিষাদ।  
ভালো ,ভালো ছড়াছড়ি, সেই যে মনের বাড়ি,  
শাস্তি, আজ থাক সব ভুলে,  
অনুরাগের সেই কাড়াকাড়ি।

অনায়াসে পাওয়ার ভুল
তাচ্ছিল্যে আজ ফুটেছে বাঁশের ফুল,  
তবু সবুর হোক, যদি মেওয়া ফলে,  
কিন্তু,লোকে যে বলে বাঁশ গাছে ফুল হলে.....
 দেখো চেয়ে আকাশে, কে উড়ে যায় ঐ ডানা মেলে...

🍂
চিন্তার আড়ালে

তুমি বললে, "আমার জন্য চিন্তা করো না,"
তবুও মনে হলো, সেই কথার আড়ালে লুকানো চিন্তার ঢেউ।
তোমার চোখে সেই গভীরতা,
যেখানে কথা ফুরিয়ে যায়, চিন্তা শুরু হয়।

চিন্তা কি কেবলই একটা ভার? 
নাকি সেই অদৃশ্য সেতু, যা আমাদের হৃদয়কে বাঁধে?
যখন তুমি বলো চিন্তা না করতে, 
সত্যি কি তুমি নিজেও মুক্ত হতে পারো?

আমরা তো চিন্তা করি তাদের জন্যই,
যাদের মনের গহীনে আকাশের মতো বিস্তৃত একটা স্থান রচনা করি।
তাদের জন্যই, যাদের ছায়ায় আমরা স্বস্তি খুঁজি,
তাদের জন্যই, যাদের ভালোবাসায় হৃদয় সিক্ত হয়।

চিন্তা কি শুধু চিন্তাই, নাকি ভালোবাসার একান্ত প্রকাশ?
যখন কেউ আমাদের জন্য চিন্তা করে,
তখন সেই চিন্তার মাঝেই তো আমরা নিজের অস্তিত্ব খুঁজে পাই,
জীবনের অর্থ খুঁজে পাই,
বাঁচার সেই নির্দিষ্ট উদ্দেশ্য।

তোমার চিন্তার খাঁজে আমিও একটু একটু করে মিশে যাই,
আরও একটু তোমার আপন হই,
কারণ চিন্তাহীন ভালোবাসা, কেমন যেন অচেনা, অপূর্ণ।
তুমি বলো চিন্তা করো না,
আর আমি এই চিন্তায় ডুবে যাই,
যে তুমি আমায় সত্যিই কতটা ভালোবাসো।


 
মাটির ভাঁড়

সেদিন তোমার আমার মাটির ভাঁড়ে চা খাওয়ার ছিল,  
এক কাপ চায়ে বলার ছিল অনেক কথা
কিম্বা কথার ভাঁজে লুকানো বার্তা 
আজ থাক সেকথা, সেসব এখন অতীত,  
তবু অনেক না বলা কথার একটা কথা ছিল—  
তোমার আমাকে ভালো লেগেছিল,  
যদিও নিশ্চিত নই, হয়ত হলেও হতে পারত...  একটা কথা

কিন্তু জানো,ভালোই হয়েছিল ,সেদিন চা খাওয়া হয়নি,  
না হলে,পথের ধারে, মাটির ভাঁড়ে আমার লাল  
লিপস্টিকের দাগ থেকে যেত...  
হয়ত, সেই না বলা কথার স্বস্তি টুকুও  
কেড়ে নিয়ে যেতে তুমি। 

 পথের ধার থেকে পরিত্যক্ত একটা চায়ের ভাঁড়  
কুড়িয়ে এনেছি আমি,  
ভালো করে ধুয়ে মুছে,  
তাতে লাগিয়েছি একটা লক্ষ্মী কমল, খুব সুন্দর,খুব মায়াবী।
দেখলেই, না বলা সেই কথার  একরাশ স্বস্তি...  
কি ভাগ্যিস... সেদিন মাটির ভাঁড়ে চা খাওয়া হয়নি।

Post a Comment

0 Comments