হে আজকের সমাজ
হায়রে সমাজ কেন এত দুর্নীতি এখানে, কেন এ্যাতো সংঘর্ষ এখানে, কেন এ্যাতো লড়াই এখানে, কেন এ্যাতো হাহাকার এখানে? মানুষের মনে কেন এ্যাতো জটিলতা, কুটিলতা,
তবুও এই এই সমাজের বুকে বাঁচিয়ে রাখতে চাই সুবুদ্ধি সম্পন্ন যুবসমাজকে, বাঁচাতে চাই তাদের বিবেককে, সুবিচার বোধকে।
রামচন্দ্রের সততার সেই পঞ্চবটী বনে নির্বাসিত হতে চাই, যেখানে প্রভুর সততার, প্রবল মনোবলের , রাক্ষসের বিরুদ্ধে লড়াইয়ের স্মৃতি
বিজড়িত আছে,
এই সমাজকে তাই গড়তে চাই সেই স্বপ্নের এবং স্মৃতির ইতিবৃত্ত দিয়ে।।
তোমায় ভালোবেসে
তোমাকে ভালোবাসি , হে বন্ধু তোমাকে ভালোবাসি
ভালোবাসি তোমার পৌরুষকে, তোমার উদারতাকে , তোমার অসীমতাকে, তোমার নীরব শান্ত ভাষাকে , তোমার সৌখিনতাকে, ভালোবাসি তোমার মধ্যে খুঁজে পাওয়া আমি কে , ভালোবাসি তোমাকে এই কবিতায়, এই লেখায়, সহজ সরল ভাষায় , যদিও কবিতাগুলি বেশ অগোছালো , তবুও যেন
তোমার ভালবাসায় মত্ত আমি খুঁজে বেড়াই কলমের লেখা আচড় আমার , যা শুধুই
আমার আছে শুধু আমার
কবিতার খাতায়।
চোখের আড়ালে থাকলেও
তুমি আমার মনে
বিরাজমান সবসময় ।
মন জানে তুমি আমার একমাত্র প্রিয়জন, আপন জন,
তোমাকে দেখি বন্ধ চোখেও,
তোমায় ভাবি আনমনে
দূরে ঠেলে দিয়েও,
তোমাকে হৃদয়ে ধরে রাখি
আলতো ভালবাসায়।
চিরদিন থাকবে তুমি
আমার লেখায় , আমার কবিতায়।।
ঐ যে পাখীরা
পাখীরা ডানা মেলে উড়ে যায়,
মন তাই বেজায় খুশি।
প্রকৃতির সবকিছুর মধ্যে
অন্যতম হোলো ফুল আর পাখী।
চারিদিকে ছড়িয়ে রয়েছে
মায়ার টান ,
আমাদের গ্রামের ফাঁকা উঠান।
তাই ভাবি বসে আমি একাকী
খবর নিয়ে আসবে
আজ পাহাড়ী ঐ পাখি ।
আজকের মোবাইলের ,
ইন্টারনেটে যুগে ,
লোপ পেয়েছে পাখিরা ।
দেখা যায় না আজ
তাল গাছেতে দর্জি পাখি ।
পাখিরা যদি না থাকে বৃদ্ধি পায় না প্রকৃতির শোভা ।
পক্ষী নিধন কোরো না তোমরা,
তাতে নষ্ট হবে
প্রাকৃতিক সৌন্দর্যের প্রাণ ভ্রোমরা।
1 Comments
খুব সুন্দর
ReplyDelete