আজও একা দাঁড়িয়ে আছি
রক্তাক্ত কৃষ্ণচূড়া গাছটার নিচে দাঁড়িয়ে ,
অনেক শ্বাসকষ্ট নিয়ে
শামুক হৃদয়ের মানুষটি শুধু বলেছিল---
'আসব'...
তাই জলার ধারের
নির্জন ডুমুর গাছটার মতো
আজও একা দাঁড়িয়ে আছি।
ঝরে যাচ্ছে পাতা,
কমছে ক্লোরোফিল ।
আলগা শিকড়ের ফাঁকে
ইঁদুর করেছে বাসা ।
তবুও ধূসর গাছটির মতো
আজও একা দাঁড়িয়ে আছি।
বিষাক্ত নাগপাশ
সীমাহীন আক্রোশের নাগপাশে আবদ্ধ,
অগ্নিসাক্ষী করা নর- নারীরা।
দুটি বরফ-ঠান্ডা চেরা জিভ
লকলক করে দুলতে থাকে,
পরস্পরের দিকে।
ছোবলে ছোবলে বিষাক্ত করে তোলে
পরস্পরের অস্তিত্ব।
প্রতিহিংসার যৌনতায় জন্ম দেয়,
কালাচের মতো বিষাক্ত সন্তান।
সম্পর্কে শুধু নীল বিষের ধোঁয়াশা।
তবুও আজীবন তারা ,
সীমাহীন প্রতিদ্বন্দ্বিতার প্রতিশ্রুতিতে আবদ্ধ।
পরজীবী
মৃতপ্রায় পরজীবীটিকে
একসময় থাকতে দিয়েছি নিজের শরীরে,
আমার অস্তিত্বের গভীরে।
চুষে খেতে দিয়েছি
রক্তের হিমোগ্লোবিন,হাড়ের নির্যাস।
হাঁপাতে হাঁপাতে
ফুসফুস থেকে নিংড়ে দিয়েছি অক্সিজেন।
তবু সে চায়, আরো চায়।
শেষমেষ বিকিয়ে দিয়েছি নিজের অস্তিত্ব।
আজ আমি আমিহীন...
কৃতজ্ঞ পরজীবীটি এখন
অন্য পোষকের খোঁজে।
0 Comments