স্বর্গীয় নীল
.................
আঁচলটা পেতে দাও সখী,
মনের গোপন ব্যথা যতনে বিছিয়ে দি
আমি বড় শান্তির সন্ধানী।
......খসে যাওয়া আঁচলের খাঁজ এ
তোমার চোখ কী খোঁজে
সে আমার জানা।
ও সব ধান্দা ছাড়ো,
আঁচল কাঁধেই থাক,
কথাও মনে।
পরে খন সময় হলে।
হে আমার চূর্ণ কুন্তলা!
অপলক চোখে অপলক চোখ রেখে
একটুকু দেখি,
কাছে এসো প্রিয়া।
....... অপলক লোভী চোখ
পলক না ফেলে
সর্বত্র সঞ্চারী,
আমি বেশ জানি।
যতসব ধ্যাস্টামো,
ভাগো দূর ভাগো।
তোমার উন্মুক্ত ঠোঁটে একটুকু ঠোঁট রাখি,
আবেশী আলিংগনে প্রগাড় চুম্বন,
দাও ওগো সুন্দরী বাহু বন্ধন।
..... আজন্ম লালিত যত অভ্যেস আর
সামাজিক মর্যাদা বোধ,
ও সব হবে না সরি,
ওসব অসার।
ওগো সুন্দরী, চপলা সুন্দরী,
আরো কাছে এসো,
গভীর নাভিটুকু হাত দিয়ে ঢাকি
বিকীর্ণ তাপ যাক ঊর্ধ্ব অধঃমুখে।
প্রবল চিতকারে শীতকার ঢেকে
বলে ওঠে প্রিয়া,
আমার নাভিতে নজর!!!
অসভ্য নচ্ছার!!
অবশেষে সমবেত স্বর...
প্রেম নাই প্রেম নাই,
শরীরের লোভ শুধু।
প্রেম হবে হৃদয় প্রধান,
প্লেটোনিক লাভ।
তাই বটে,
প্লেটোনিক লাভ।
মনে কর, তুমি আমি আমরা সবাই,
প্লেটোনিক লাভ লোভে উদ্বাহু নৃত্যে,
গোটা কয় দশক কাটাই,
ভেবেছ কী?
ভেবেছ কী হতে পারে পৃথিবীর হাল??
মরুভূমি হয়ে যাবে সুজলা ধরিত্রী,
শৈশব, কৈশোর যৌবন
ইতিহাসে ঠাঁই পাবে।
এখানে থাকবে শুধু
প্লেটোনিক লাভ আর হৃদরোগ।
সুন্দর পৃথিবীর ধ্যানে
নিমগ্ন ঋষি আমি,
তুমি এসো ঊর্বশী হয়ে।
শরীরী পরশে খুঁজি
সিদ্ধির আস্বাদ।।
0 Comments