তাপস কুমার দত্ত ও সুতনু সরকার-এর কবিতা
শাপ মোচন
তাপস কুমার দত্ত
বধ্য ভূমির শূন্য প্রান্তরে আজ দাঁড়িয়ে আছি
চিতা ভস্মের অন্তিম স্পর্শে মুক্ত হচ্ছে পাপ
বিবর্তন এর বলয় পেরিয়ে আর এক ব্রম্ভান্ড
এখানে রাগ দু:খ পাপ পরস্পরের সমানুপাতিক
দিনের প্রথম আলো যেন হারিয়ে যাওয়ার স্রোত
রাতের আলপথে অচেনা সমুদ্রের হাতছানি
আছি, কেমন আছি জানি না
দোল খাচ্ছে সময়ের প্রতিধ্বনি প্রতিবিম্বের ছায়ায়
আছি, এক সমুদ্র আশা নিয়ে
যেখানে আত্মা দিবা রাত্র স্নান সারে
শাপ মোচনের আশায়
🍂
সুতনু সরকার
বোধন
পৃথিবীর পায়ে চুপি চুপি
পণটি করে থাকি
আঁধার ফুঁড়ে জোৎস্না ছড়াই
নিষিদ্ধ দিন আঁকি।
বৃথা দুর্নাম অভিমানী মন
অবসাদ সাথে লড়ি
ভরসা নিষ্ঠা দায়িত্ব নীতি
নিষ্কাম জনম গড়ি।
হৃদয় বিদীর্ণ নতুন আশায়
সুতোয় গালিচা বোনা
বিশ্বদুনিয়া ব্যাকরণ শেখে
স্বাধীনতার স্বাদ নোনা।
অস্থির সময় আইন শাসন
যন্ত্রণা কেনে মন
শূন্যের হোক পাতাল প্রবেশ
0 Comments