গ্রন্থ আলোচনা
কাহিনী কলোরাডো--ক্যলিফোর্নিয়া
তনুশ্রী ভট্টাচার্য
একটি নদীর মৃত্যূ কাহিনী দিয়ে শুরু হয়েছে ভ্রামনিক চিত্রা ভট্টাচার্যের কালের অতলতলে কলোরাডো। একসময় দুর্মর বেগে বয়ে চলা নদী বাঁধ -শৃঙ্খলিত হয়ে হারালো গতিধারা । ধীরে ধীরে ক্ষীণধারা হয়ে মৃত্যূর দিন গুনছে সে। সভ্যতার উন্নয়নের নামে এই নদী হত্যার গল্প দেশে দেশে। অপরিণামদর্শী এই সব কান্ডকারখানার ফল ভুগছে সাধারন মানুষ আর সেই অবলা নদী। আমাদের বাঙলার দামোদর কংসাবতী র সঙ্গে কোনো পার্থক্য নেই কলোরাডোর। একটি বৃহৎ ভ্রমণকাহিনীর শাখাপ্রশাখা হিসেবে এসেছে আরো অনেক বর্ণনা। পরিব্রাজকের মাধুকরী সংগ্রহের মতো।ক্যালিফোর্ণিয়া লাসভেগাস আরিজোনা গ্র্যান্ড ক্যানিয়ন স্নোভিলেজ তুষারাবৃত প্ল্যাটুউ ইত্যাদি ---বর্ণনার গুনে মন ভরাবে পাঠকের। বর্ণনার সঙ্গে মিশেছে ঘটনা। অনেক মানুষের যাতায়াত ঘটেছে ।কখনো বিড়ম্বিত দাম্পত্যে ভারাক্রান্ত মুন নামের বাঙালী মেয়েটির জীবনচিত্র,কখনো মিক্সড কালচারের ট্রান ও হোয়াং --নামের দুই ভাইয়ের অসমাপ্ত গল্প,আবার আমেরিকান সমাজের বৈভব ও অন্ত:সারশূণ্যতা ভ্রমণকাহিনীটিতে উপন্যাসের পরত বুনে চলেছে। আমেরিকার তেজপাতাহীন রান্না বা তেজপাতার নামে রাস্তা কখনো উদাসী পথের ধুলোয় লুটোপুটি খায় আবার কখনো জ্বলন্ত বাস্তব হয়ে ওঠে। ক্যালিফোর্নিয়ার অবিবেচক গর্ভনর গ্যাভিন নিউসমের বিরুদ্ধ প্ল্যাকার্ড দিয়েছে চাষীরা --Stop Wasting Dam Water।জল অপচয় রোধের বার্তা। বিপরীতমুখী প্রতিক্রিয়া। লাসভেগাসের হোটেলে ভিয়েতনামী ছেলেটির মুখে হিন্দি উচ্চারণ, বাসন্তীপোলাও চিলি চিকেন ভেজিটেবল স্যুপ-- সঙ্গে হেমন্ত কিশোর রফির গান শুনে ইন্ডিয়াকে ভালোবাসার গল্পে সেই আপ্তবাক্য মনে আসে --বসুধৈব কুটুম্বকম। সঙ্গের ছবিগুলো দৃশ্য সুখ দেয়।
🍂
আরও পড়ুন 👇
সেই ১৮৮৫ সালে প্রকাশিত কৃষ্ণভাবিনী দাসীর "ইংলন্ডে বঙ্গমহিলা" প্রথম মহিলা ভ্রামনিকের ভ্রমণসাহিত্য । হরিপ্রভা তাকেদা লেখেন বঙ্গমহিলার জাপানযাত্রা।এছাড়াও শোভনাসুন্দরী দেবী শরৎরেণু দেবী জ্ঞাননানন্দিনী দেবীর বিলাতের কথা ইত্যাদি বাংলা ভ্রমণসাহিত্য কে পুষ্ট করেছে। গত অর্ধশতকের ও বেশী সময় ধরে মহিলাদের ভ্রমণকাহিনী একটি অধ্যায় রচনা করে চলেছে। চিত্রা ভট্টাচার্যের এই গ্রন্থটি নবতম সংযোজন। ভ্রমণপিপাসুদের আকঙ্খা মেটাবে।
প্রকাশক জ্বলদর্চিকে ধন্যবাদ। প্রচ্ছদটিও সুন্দর।
------------------------------------
কালের অতলতলে কলোরাডো
চিত্রা ভট্টাচার্য।
প্রকাশক জ্বলদর্চি। মেদিনীপুর
দাম --৩৫০টাকা।
0 Comments